Today Is- Monday-23 Dec 2024

নিউইয়র্ক স্টেট বিএনপির আচরণ বিধি বিহীন নির্বাচন ও পাতানো ফলাফল প্রত্যাখ্যান সম্পাদক প্রার্থী মোতাহার হোসেনের

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক অঙ্গরাজ্য স্টেট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কাউন্সিল নির্বাচনে আচরণ বিধি বিহীন নির্বাচন ও পাতানো ফলাফল প্র্যত্যাখ্যান করেছেন সাধারন সম্পাদক প্রার্থী মোঃ মোতাহার হোসেন। ২১ এপ্রিল রোববার নিউইয়র্কের লাগুয়ার্দিয়া প্লাজা হোটেলে দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিউ ইয়র্ক স্টেট বিএনপির কাউন্সিল ভোট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে কেন্দ্রিয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের পুর্ব পরিকল্পিত নীল নক্সা বাস্তবায়ন হয়েছে বলে উল্লেখ করে তিনি এ ফলাফল প্র্যত্যাখ্যান করেন। বাংলা প্রেস।

সাধারন সম্পাদক প্রার্থী মোতাহার জানান, বারবার চাওয়া সত্বেও নির্বাচনের কোন আচরণ বিধি দেখাতে পারেন নাই সংশ্লিষ্ট নির্বাচন কমিশনারবৃন্দরা। এ নির্বাচনে কোন প্যানেল থাকার কথা ছিল না কিন্তু আন্তর্জাতিক সম্পাদক আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন তার নিজ এলাকার লোক দিয়ে প্যানেল তৈরি করে তাদের পক্ষে লন্ডন থেকেই গণ সংযোগসহ সবকিছু নিয়ন্ত্রণ করেছেন। ভোটের কয়েকদিন আগে থেকেই তিনি সরাসরি ভোটারদের ফোন করে নানা প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করেন। আগে থেকেই তিনি তার নিজ জেলা/এলাকার প্রার্থীদের জেতানোর জন্য ভোটার ও নির্বাচন কমিশনারদের চাপ সৃষ্টি করেন। এ নির্বাচনে নির্বাচন কমিশনাররা সুকৌশলে তার পুর্ব পরিকল্পিত নীল নক্সা বাস্তবায়ন করেছেন বলে উল্লেখ করেন তিনি। মোতাহার বলেন, আনোয়ার হোসেন খোকন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে বিতর্কিত কমিটি প্রদান করে সুসংগঠিত বিএনপি কর্মীদের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি করেছেন। ফলে ক্ষোভ সৃষ্টিসহ দিন দিন বিভক্ত হয়ে পড়ছে বিএনপির নেতাকর্মীরা। তার এ ধরণের কর্মাকান্ডে নেতৃত্ব শূন্য হয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যের বিএনপি। তার অপকর্ম বন্ধে জরুরি ভিত্তিতে বিএনপির কেন্দ্রিয় কমিটির নেতাসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করছেন মোতাহার হোসেন।

CATEGORIES
Share This