Today Is- Thursday-23 Jan 2025

নিউজার্সির প্যাটারসন সিটি নির্বাচনে তৃতীয়বারের মতো কাউন্সিলম্যান নির্বাচিত হলেন শাহীন খালিক

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটি নির্বাচনে কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান শাহীন খালিক। এ-নিয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন সিলেটের বিয়ানীবাজারের শাহীন খালিক। স্থানীয় সময় ১৪ মে মঙ্গলবার দিনব্যাপী ভোটগ্রহণ ও গণনা শেষে শাহীন খালিককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তার প্রতিদ্বন্দ্বি অপর দুই প্রার্থীর মধ্যে আরেকজন বাংলাদেশি-আমেরিকান এহিয়া খান। অপর প্রার্থীর নাম ফ্র্যাঙ্ক ফিলিপলী।

সিটির ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে শাহীন খালিকের ওই বিজয়কে প্রবাসীরা বাংলাদেশি কমিনিউটির বিজয় বলে উল্লেখ করেন শাহীন খালিক। কাউন্সিলম্যান শাহীন খালিকের জন্ম বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে। তিনি ১৯৯২ সালে ১৩ বছর বয়সে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন এবং নিউ জার্সির প্যাটারসনে স্থায়ীভাবে বসবাস করছেন।

CATEGORIES
Share This