ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত মাহবুবুর রহমানের জানাজা অনুষ্ঠিত
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : বৃহত্তর ফিলাডেলফিয়ার আপারডার্বী মসজিদ আল মদিনার ঈদ জামাত মাঠে দুর্বৃত্তের গুলিতে নিহত মরহুম মাহবুবুর রহমানের নামাজে জানাজা গত ৩১ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হয়। হাজারেরও অধিক লোকের অংশগ্রহনের মাধ্যমে মরহুমের নামাজের জানাজার ইমামতি করেন ফিলাডেলফিয়া জামিয়া মসজিদের প্রাক্তন ঈমাম আবু হাতেম মোহাম্মদ মহসীন। মরহুমের জানাজায় অংশগ্রহন করার জন্য বহু দুর দূরন্ত থেকে যেমন পেনসিলভেনিয়ার প্রায় সবগুলি সিটি, নিউজার্সি, নিউইয়র্ক, মেরিল্যান্ড এবং ওয়াশিংটন থেকে মানুষ ছুটে আসেন। দেশী বিদেশী সবার অংশগ্রহনের মাধ্যমে জানাযার পর আশ্রুশিক্ত নয়নে পাশ্বের কবর স্হানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাজার পূর্বে মরহুমের ২ ছেলে আতিক ও আবির কান্নায় ভেঙ্গে পরেন এবং তাদের বাবার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
উল্লেখ্য, গত ২৯শে অক্টোবর মরহুম মাহবুবুর রহমান (৬৫)কে আপারডার্বীর মসজিদ আল মদিনার পার্কিং লটে দূর্বৃত্তরা গুলি করে হত্যা করে। মাহবুবুর রহমান হত্যার পূর্বে গত কয়েক বছরে একইভাবে আরো তিনজন মোয়াজ্জেম হোসেন সাঁজু, আরিফুল হক জেমস এবং আসিফ রহমানকে গুলি করে হত্যা করা হয়। মরহুম মাহবুবুর রহমানের জানাজা
নামাজের পূর্বে মসজিদ আল মদিনার সভাপতি জিয়াউর রহমান জানান যে, মসজিদ কর্তৃপক্ষ পেনসিলভেনিয়ায় বসবাসরত বাংলাদেশীদের অংশগ্রহনের মাধ্যমে আগামী ৩রা নভেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর পরই এক প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে এবং উক্ত সমাবেশে দল মত নির্বিশেষে সবাইকে অংশগ্রহন করার জন্য তারা বিনীত অনুরোধ জানান।