Today Is- Thursday-14 Nov 2024

বগুড়ায় ফ্রিল্যান্সিং সেমিনার ১০ নভেম্বর

এম. জুয়েল : ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং এখন আমাদের কাছে একটি অতি পরিচিত শব্দ। যদিও এটি নিয়ে কম বিতর্ক নাই। যতো বিতর্ক থাকুক না কেন বাংলাদেশ থেকে সরকারী হিসেব মতে এখন পর্যন্ত ৭ লক্ষাধিক ফ্রিল্যান্সার বিশ্বের ও বিভিন্ন দেশে কাজ করছে এবং এই সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এইসব ফ্রিল্যান্সাররা বাংলাদেশ সরকারের বৈদেশিক রিজার্ভ বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ন ভুমিকা রেখে চলছে।
ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং সম্পর্কে স্বচ্ছ ধারনা মানুষের কাছে পৌছে দেবার জন্য বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আগামী ১০ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩টায় ফ্রিল্যান্সিং কনটেন্ট তৈরীর উপর এক সেমনিার-ওয়ার্কশপ এর আয়োজন করা হয়েছে। এই ব্যাপারে যারা উৎসাহী তাঁর এখানে যোগ দিতে পারেন।
প্রথমেই প্রশ্ন আসে কে ফ্রিল্যান্সিং করতে পারেন? এটা যে কেউ করতে পারেন এবং এটার জন্য কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই তবে যে বিষযের উপর করতে চান সেটাতে আপনাকে দক্ষ হতে হবে। তাপপরেই প্রশ্ন আসে কোন বিষয়ের উপর ফ্রিল্যান্সিং করা যায়? অনেক বিষয়ের উপর ফ্রিল্যান্সিং করা যায় তবে যেটার প্রতি আপনার আগ্রহ বেশী সেটা নিয়েই আপনাকে অগ্রসর হতে হবে। নি¤েœ কিছু বিষয়ের কথা উল্লেখ করলাম:
১. গ্রাফিক ডিজাইন (লগো, ব্যানার, থাম্বনেইল, কার্ড ইত্যাদী)
২. ভিডিও এডিটিং
৩. এ্যানিমেশন
৪. ডিজিটাল মার্কেটিং/সোশ্যাল মিডিয়া মার্কেটিং
৫. এ্যাফিলিয়েট মার্কেটিং
৬. এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)
৭. ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট
৮. সফটওয়্যার ডেভেলপমেন্ট
৯. এ্যাপ ডেভেলপমেন্ট
১০. সফটওয়্যার টেষ্টিং
১১. ব্লগ লেখা
১২. ভার্চুয়্যাল এ্যাসিসট্যান্ট
১৩. সাইবার সিকিউরিটি
১৪. ইথিক্যাল হ্যাকিং এবং আরো অনেক
আপনি যে বিষয়ের উপর ফ্রিল্যান্সিং করতে চান না কেন আপনাকে সেই বিষয়ের উপর দক্ষ হতে হবে কারন বিশ্বের অনেক দেশের ফ্রিল্যান্সারদের সাথে প্রতিযোগীতা করে কাজ নিতে হবে।
কোথায় ফ্রিল্যান্সিং কাজ পাবেন?
অনেক অনলাইন প্ল্যাটফরম থেকেই আপনি এই সমস্ত কাজ পেতে পারেন এবং এছাড়াও ক্লায়েন্টের কাছ থেকে সরাসরি কাজ পেতে পারেন। নীচে কিছু অনলাইন প্লাটফরমের নাম উল্লেখ করলাম:
1. https://www.fiverr.com/
2. https://www.freelancer.com/
3. https://www.upwork.com/
4. https://www.flexjobs.com/
5. https://www.simplyhired.com/
6. https://www.guru.com/
এছাড়াও আরো অনেক প্লাটফরম আছে সেখান থেকে আপনারা কাজ পেতে পারেন। আমি আশাকরবো এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনারা সাধারন ধারনা পাবেন ফ্রিল্যান্সিং সম্পর্কে। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন এম. জুয়েল, সফটওয়্যার কিউএ স্পেশালিষ্ট, ইউএসএ। যাদের চেষ্টায় এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁরা হলেন কনটেন্ট ক্রিয়েটর মাসুদ পারভেজ, ফাল্গুনী শারমিন, রিচা এবং আশেক।

CATEGORIES
Share This