Today Is- Thursday-23 Jan 2025

বাংলাদেশি ছলিম উল্লাহ খাঁনের আমেরিকার উপর এমফিল ও পিএইচডি ডিগ্রী লাভ

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশি মো: ছলিম উল্লাহ খাঁন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে আমেরিকার উপরে পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। তার গবেষনার শিরোনাম ছিল “The Relations Between Muslims and Non-Muslims in America: A Critical Study of problems and Prospects. ইতিপূর্বে তিনি আমেরিকার উপরে “The Social Laws in the Holy Quran and Their Influence on the Life of the American Muslim Community: A Short Survey” শিরোনামে এমফিল ডিগ্রী লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্বনামধন্য প্রবীন প্রফেসর মরহুম ড. এ. আর. এম. আলী হায়দারের তত্বাবধানে গবেষণা শুরু করেন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান, বর্তমানে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রখ্যাত দার্শনিক প্রফেসর ড. আব্দুর রশিদের তত্বাবধানে তার গবেষণাকর্ম শেষ করেন। এই গবেষণাকর্মে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইশারাত আলী মোল্লা পরীক্ষক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহবুবুর রহমান পরীক্ষা কমিটির আহব্বায়ক ছিলেন।


মো: ছলিম উল্লাহ খাঁন কুমিল্লা বুড়িচং থানার হাসনাবাদ গ্রামে জন্মগ্রহন করেন। তিনি মরহুম মো: বজলুর রহমান খান ও মরহুমা চম্পা বেগমের দ্বিতীয় পুত্র এবং পীরযাত্রাপুর গ্রামের পীর মৌলভী মো: মহাব্বাত আলী (রহ:)‘র কনিষ্ঠ জামাতা। কৈশোরে তিনি বুড়িচং থানার কংশনগর হাফেজিয়া মাদ্রাসা থেকে কুরআনে হাফেজ হন এবং কুমিল্লা সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা থেকে পবিত্র কুরআনুল কারীমের তাফসীর শাস্রে তিনি মুমতাজুল মুফাসসিরীন (এম. এম) ডিগ্রী লাভ করেন। তিনি পাঁচ কন্যা ও দুই ছেলের জনক। দেশ, জাতি ও বিশ্বমানবতার উপযুক্ত খেদমতের জন্য তিনি সকলের দোয়া প্রার্থী।

CATEGORIES
Share This