Today Is- Monday-18 Nov 2024

বাংলাদেশের চলমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে হিউম্যান রাইট ফোরাম ইউএসএ’র স্মারকলিপি

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের চলমান পরিস্থিতিতে হিউম্যান রাইট ফোরাম -ইউএসএ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেছে। অতি সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস ফোরামের-ইউএসএ নেতৃবৃন্দ বাংলাদেশ কনসুলার জেনারেল অফ বাংলাদেশ, নিউইয়র্ক এর মাধ্যমে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার নিকট একটি স্মারক লিপি পেশ করেন।


“হিউম্যান রাইটস ফোরাম ইউ এস এস “এর নেতৃত্ব দেন শাহ শহীদুল হক। তিনি বলেন বর্তমান, পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার আগমন আমাদেরকে সস্তি এবং শান্তির আশান্বিত করেছে। বৈষম্য আন্দোলনে নেতৃত্ব দানকারী ছাত্র-অভিবাবক, জনসাধারণ ও তাদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ সহ সুষ্ঠু বিচার দাবি করছি। এসময় হিউম্যান রাইট ফোরাম -ইউএসএ প্রতিনিধিগণের উপস্থিতে স্মারকলিপি পেশ করেন। প্রেস রিলিজ

CATEGORIES
Share This