Today Is- Wednesday-22 Jan 2025

বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে গতকাল বিদায় দিতে চায়, আগামীকাল নয় : নিউইয়র্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফরেন রিলেশান কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে গতকাল বিদায় দিতে চায়, আগামীকাল নয়। গত ১৭ জুন সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের আয়োজনে ‘আফটার ঈদ পার্টি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্রুকলীনের ১২৪৫ ইস্ট ১৬৮ স্ট্রিটে মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের বাসভবনের ব্যাকইয়ার্ডে অনুষ্ঠিত এ সভায় যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন এবং সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আব্দুস সবুরের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট জামাল আহমেদ জনি ও আনোয়ার হোসেন, সাবেক ছাত্র নেতা এম বাসেত রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদ চৌধুরী, সাবেক জজ জাহাঙ্গীর আলম, নিউইয়র্ক মহানগর বিএনপি (দক্ষিণ) এর সাধারণ সম্পাদক বদিউল আলম, বিএনপি নেতা এমএ কুদ্দুস, সালেহ আহমেদ, পারভেজ সাজ্জাদ, সৈয়দ জুবায়ের আলী, মাহফুজ মাওলা নান্নু, এমএ তাহের, কামরুল হাসান, এমলাক হোসেন ফয়সাল, বিপ্লব, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহীন, যুবদল নেতা আল মামুন সবুজ, সাবেক ছাত্র দল নেতা আহমেদ সোহেল, আবদুল আহাদ, ভুট্রো প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এই আয়োজনের জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিল্টন ভুইয়াসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে বিএনপি বাংলাদেশের আন্দোলন-সংগ্রামে অনেক অবদান রাখছে। জাতিসংঘ, স্টেট ডিপার্টমেন্ট, ওয়ার্ল্ড ব্যাংকের সামনে আন্দোলনসহ দেশে বিএনপি’র নির্যাতিত নেতাদের আর্থিক সহযোগিতা দিয়ে প্রবাস থেকে বিরাট অনেক অবদান রাখেছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের ৯৫ মানুষ ভোট দিতে যায় নি, শেখ হাসিনার এক তরফা ডামি নির্বাচন বিরোধী আন্দোলনে বিএনপি ও জনগণের বিজয় হয়েছে। বিএনপির নেতাকর্মিদের ধৈর্য সহকারে আন্দোলন চালিয়ে যেতে হবে। বিজয় আমাদের সুনিশ্চিত। তিনি সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বলেন, শেখ হাসিনার শেষ রক্ষা হবে না। শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি নের্তৃবৃন্দকে সাথে নিয়ে ‘আফটার ঈদ পার্টি’র কেক কাটেন।

CATEGORIES
Share This