Today Is- Tuesday-22 Oct 2024

বাংলাদেশের ৭ মার্চ সহ আটটি জাতীয় দিবস বাতিলের প্রতিবাদে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভা

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : বাংলাদেশে ৭ই মার্চ, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ আটটি জাতীয় দিবস বাতিলের প্রতিবাদে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ অক্টোবর রোববার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিয়ার সভাপতিত্বে এবং নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত আলী ও শেখ হাসিনা মঞ্চের সাধারণ সম্পাদক কায়কোবাদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর, শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী ও হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশা, চন্দন দত্ত, আব্দুল হাসিব মামুন, মোহাম্মদ আলী সিদ্দিকী, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, শাহ মো. বখতিয়ার, এম এ করিম জাহাঙ্গীর, হিন্দাল কাদির বাপ্পা, আসাফ মাসূক, ফারুক হোসাইন, শওকত আকবর রিচি, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম ভূইয়া, স্বীকৃতি বড়–য়া, মহিউদ্দিন মহি, হুমায়ুন কবির, শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালাল উদ্দিন জলীল, সভাপতি মো: আখতার হোসেন, আজিজুর রহমান সাবু, মহি উদ্দিন, ইমদাদ ভূইয়া, হেলিম উদ্দীন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল, সাখাওয়াত বিশ্বাস, নূরুজ্জামান সরদার, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুগ্ম সম্পাদক মইজুর রহমান জুয়েল, মাঈনুদ্দীন, যুক্তরাষ্ট্র মহিলা লীগের যুগ্ম সম্পাদক রুমানা আক্তার, জেসমিন আক্তার কোহিনূর, খসরুজ্জামান খসরু, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, কামাল হোসেন, নূরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী।
উল্লেখ্য, বর্তমান অন্তর্বর্তী সরকার সম্প্রতি আটটি জাতীয় দিবস বাদ দিয়ে দেয়। দিবসগুলো হলো ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।

CATEGORIES
Share This