Today Is- Sunday-17 Nov 2024

বাংলাদেশে নভেম্বরে ২১ শতাংশ রেমিট্যান্স প্রবাহ বেড়েছে

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক : প্রবাসী বাংলাদেশিরা নভেম্বর মাসে ১,৯৩০.০৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে, যা আগের বছরের একই মাসের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। প্রবাসীরা ২০২২ সালের নভেম্বরে দেশে ১,৫৯৫.১৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। বাসস
সর্বশেষ সংযোজনের ফলে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত চলতি অর্থবছরের (অর্থবছর-২৪) প্রথম পাঁচ মাসে রেমিটেন্স প্রাপ্তির ক্ষেত্রে বার্ষিক প্রবৃদ্ধি ০.২৪ শতাংশে দাঁড়িয়েছে। এ সময়ে দেশে মোট ৮,৮১৪.৫৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। গত বছর এটি ছিল ৮,৭৯৩.৫৬ মিলিয়ন মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা বাসসের সাথে আলাপকালে উল্লেখ করেছেন যে সরকার অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) দেশে অর্থ প্রেরণে উৎসাহিত করতে আইনসিদ্ধ চ্যানেলকে দ্রুত ও সহজ করার ব্যবস্থা নেওয়ায় দেশে রেমিটেন্সের প্রবাহ ঊর্ধ্বমুখী প্রবণতা লকক্ষ্য করা যাচ্ছে।

CATEGORIES
Share This