Today Is- Sunday-17 Nov 2024

বাংলাদেশে নির্যাতিত অসহায় বিএনপি নেতা-কর্মীদের সাহায্যার্তে যুক্তরাষ্ট্রে ফ্রি কনসার্টের ঘোষণা সঙ্গীত শিল্পী বেবী নাজনীনের (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক :: বাংলাদেশে সরকারের নিপীড়ণ-নির্যাতনের শিকার অসহায় বিএনপি নেতা-কর্মীদের সাহায্যার্তে জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ফ্রি কনসার্ট করবেন বলে ঘোষণা দিয়েছেন। নিউইয়র্কে গত ১৪ নভেম্বর বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় এ ঘোষণা দেন তিনি। ব্রুকলীনের কোম্পানীগঞ্জ সোসাইটি ভবন অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন।
যুক্তরাষ্ট্র বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাঈম টুটুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহম্মেদ সালেহ রুমেল ও মোজাম্মেল হোসেন সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গির শহীদ সোহরাওয়ার্দি, নোয়াখালী কোম্পানীগঞ্জের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ আল হারুন সিআইপি, বিএনপি নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের উপদেষ্টা আহসান উল্লাহ বাচ্চু।
বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী যুব ফোরাম যুক্তরাষ্ট্রের সার্বিক সহযোগিতায় এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাগপা যুক্তরাষ্ট্র’র সভাপতি রহমত উল্লাহ, বিএনপি নেতা শামীম আহম্মেদ, সালাউদ্দিন রুবেল, রাহিমুল ইসলাম প্রিন্স, বাদল মির্জা, কবির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের সরকার যতই চেষ্টা করুকনা কেন দেশের মাটি থেকে কখনো জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে পারবে না। তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি এ যুক্তরাষ্ট্রেও অব্যাহত থাকবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থেই এ ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করা হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বাংলাদেশের কোন জাতীয় নির্বাচন হতে দেয় হবে না।

CATEGORIES
Share This