Today Is- Sunday-18 May 2025

বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে, সর্বোচ্চ স্থানে সৌদি আরব

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক : বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর দৌড়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র। আবারও সর্বোচ্চ স্থানে সৌদি আরব। গত মার্চ ও এপ্রিলে যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ পরিমান রেমিট্যান্স গিয়েছিল বাংলাদেশে। কিন্তু মে ও জুন মাসে আবার সর্বোচ্চ স্থানটি দখল করে নেয় সৌদি আরব। অবশ্য আগেও তারা এক নম্বরেই ছিল।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে জুন মাসে সৌদি আরব থেকে ব্যাংকিং চ্যানেলে ৩৭৭ কোটি ডলারের রেমিট্যান্স বাংলাদেশে গিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে গিয়েছে ৩৫২ কোটি ডলার। অর্থাৎ যুক্তরাষ্ট্রের তুলনায় সৌদি আরব থেকে রেমিট্যান্স বেশি গিয়েছে ২৪ কোটি ডলার ।
বাংলাদেশে রেমিট্যান্স পাঠানের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গত অর্থবছরে দেশটি থেকে গিয়েছে ৩০৩ কোটি ডলার। এরপর রয়েছে যুক্তরাজ্য। সেখান থেকে গিয়েছে ২০৮ কোটি ডলার। পঞ্চম অবস্থানে থাকা কুয়েত থেকে প্রবাসীরা ১৫৬ কোটি ডলার পাঠিয়েছে। এছাড়া কাতার থেকে ১৪৫, ইটালি থেকে ১১৯, মালয়েশিয়া থেকে ১১৩, ওমান থেকে ৭৯ এবং বাহরাইন থেকে ৫৩ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে গিয়েছে।
২০২২-২৩ অর্থবছরে প্রবাসীরা মোট ২ হাজার ১৬১ কোটি ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। ২০২১-২২ অর্থবছরে গিয়েছে ২হাজার ১০৩ কোটি ডলারের সম পরিমান অর্থ।

CATEGORIES
Share This