Today Is- Wednesday-22 Jan 2025

বাংলাদেশ এসোসিয়েশন অব নিউইয়র্ক সিটি হাউসিং অথোরিটির আত্মপ্রকাশ

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউইয়র্ক সিটি হাউসিং অথোরিটি নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। নিউইয়র্ক সিটি হাউসিং অথোরিটির বাংলাদেশী-আমেরিকান কর্মকর্তাদের উদ্যোগে গত ৭ নভেম্বর জ্যাকসন হাইটসের ইটজি চাইনিজ রেস্টুরেন্টে এক মতবিনিময় সভায় এ নতুন সংগঠনটি গঠন করা হয়।

নিউইয়র্ক সিটি হাউসিং অথোরিটির বাংলাদেশী-আমেরিকান কর্মকর্তাদের মধ্যে যারা ব্যবস্থাপক এবং সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন তারা সবাই পদাধিকারে উক্ত সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে গণ্য হবেন। সভায় সর্বসম্মতিক্রমে নাজমুল ইসলাম কে আহ্বায়ক এবং সুব্রত তালুকদার কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক শামীম রেজা, যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ, যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, যুগ্ম আহবায়ক তমাল চৌধুরী, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন, আবু কামাল, খালেদা আক্তার, দুর্জয় সাহা, আব্দুল্লাহ আল রানা, পারভিন সুলতানা।
সভায় বক্তারা বলেন, ভাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা, সুহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে আমরা সব সময় বদ্ধপরিকর। বর্তমান আহ্বায়ক কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে সবাইকে নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি রূপদানের লক্ষ্য কাজ করে যাবে।

CATEGORIES
Share This