Today Is- Saturday-05 Apr 2025

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র নির্বাচনী তফসিল, নির্বাচন ২৭ এপ্রিল

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, নিউইয়র্ক ইনকের নির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। সংগঠনের নির্বাচন কমিশন জানিয়েছে, কমিশনের অস্থায়ী কার্যালয় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার নিরব রেস্টুরেন্টে সকল নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে।

সম্প্রতি ঘোষিত নির্বাচন কমিশনের নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র বিতরণ ১০ এপ্রিল বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। মনোনয়ন পত্র দাখিল ২০ এপ্রিল বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। মনোনয়ন পত্র প্রত্যাহার এবং নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা ২১ এপ্রিল বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। এ নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ২৭ এপ্রিল রোববার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত।
সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মাহবুব আলম, নির্বাচন কমিশনার মো. শামীম মিয়া এবং নির্বাচন কমিশনার আবু কায়সার জানান. এ নির্বাচনের তফসিল অনুযায়ী নির্বাহী কমিটির ২৫ সদস্যের সভাপতি পদে মনোনয়ন পত্র ফি ২০০ ডলার, সহ সভাপতি পদে মনোনয়ন পত্র ফি ১০০ ডলার, সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র ফি ১৫০ ডলার, সহ সাধারণ সম্পাদক-কোষাধ্যক্ষ পদে মনোনয়ন পত্র ফি ৭৫ ডলার, সকল সম্পাদকীয় পদে মনোনয়ন পত্র ফি ৫০ ডলার এবং নির্বাহী সদস্য পদে মনোনয়ন পত্র ফি ৪০ ডলার।
নির্বাচন কমিশন জানিয়েছে, সংগঠনের মদস্যরা কেবলমাত্র এ নির্বাচনে অংশ নিতে পারবেন। নির্বাচনী তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফি জমা দিয়ে সরাসরি তাদের মনোনয়ন পত্র জমা দেয়ার অনুরোধ জানিয়েছে। কমিশন এব্যাপারে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছে।

CATEGORIES
Share This