Today Is- Tuesday-20 May 2025

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র নির্বাচনে একক প্যানেল শামীম-অলি পরিষদ

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, নিউইয়র্ক ইনকের নির্বাচনে শামীম-অলি প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এ নির্বাচনে তফসিল অনুযায়ী গত ১৪ মে একটি মাত্র প্যানেল (শামীম-অলি পরিষদ) তাদের মনোনয়ন পত্র দাখিল করে। সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মাহবুব আলম, নির্বাচন কমিশনার মো. শামীম মিয়া এবং নির্বাচন কমিশনার আবু কায়সার মনোনয়ন পত্র গ্রহণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি সামাদ মিয়া জাকারিয়া, সাবেক সভাপতি মো. আব্দুস শহীদ, উপদেষ্টা আব্দুল মুহিত, বাংলাদেশ সোসাইটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ। এ নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ২৫ মে রোববার।
সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মাহবুব আলম, নির্বাচন কমিশনার মো. শামীম মিয়া এবং নির্বাচন কমিশনার আবু কায়সার ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান. এ নির্বাচনে তফসিল অনুযায়ী ব্রঙ্কসের ষ্ট্রারলিং-বাংলাবাজার এলাকার নিরব পার্টি হলে নির্ধারিত সময় ১৪ মে রোববার নির্বাহী কমিটির ২৫ সদস্যের একটি প্যানেল শামীম-অলি পরিষদ তাদের মনোনয়ন পত্র দাখিল করে। সকলের মনোনয়ন পত্র বৈধ বলে বিবেচিত হয়। তারা জানান, মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন ১৫ মে কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। নির্বাচনে আর কোন প্রার্থী না থাকায় মনোনয়ন পত্র দাখিলকারী শামীম-অলি প্যানেলকে আনঅফিসিয়ালী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচনের দিন ২৫ মে রোববার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন তাদের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করে।
শামীম-অলি প্যানেলের প্রার্থীরা হলেন : সভাপতি শামীম আহমেদ, সহ সভাপতি মোস্তাকুর রহমান (লিটন), কাজী রবিউজ্জামান ও মো. ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ, সহ সাধারণ সম্পাদক সুরাইয়া আলম লাকি, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির সোহেল, সাংগঠনিক সম্পাদক দিপঙ্কর দেব সুমন, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুরজিৎ কিশোর দাশ, প্রচার সম্পাদক শেখ সফিকুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিতুন দেব, যুব ও ক্রীড়া সম্পাদক রায়হান পারভেজ, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক সফিকুর রহমান, আপ্যায়ন সম্পাদক গোলজার হোসেন, সাদস্যিক সম্পাদক নাজমুল ইসলাম রাসেল, মহিলা বিষয়ক সম্পাদিকা জুলি রহমান, কার্যকরী সদস্য : বিলাল ইসলাম, আশরাফুল হক চৌধুরী, বিজয় কুমার সাহা, কাজীরুল ইসলাম, জহুরুল ইসলাম, মহিবুল হক, চৌধুরী মোহাম্মদ মুমিত এবং ফখরুল ইসলাম চৌধুরী।
নির্বাচন কমিশন জানায়. এ নির্বাচনে তফসিল অনুযায়ী আগামী ২৫ মে ভোট গ্রহণের নির্ধারিত দিনে আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্যানেলকে নির্বাচিত ঘোষণা করা হবে।

CATEGORIES
Share This