Today Is- Sunday-02 Feb 2025

ব্রাহ্মণবাড়িয়ায় দরিদ্র নারীদের মাঝে আমেরিকা বাংলাদেশ মানব হিতৈষী মহিলা সমিতির আর্থিক অনুদান প্রদান

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : আমেরিকা বাংলাদেশ মানব হিতৈষী মহিলা সমিতি আভার উদ্যেগে দারিদ্রতা বিমোচনে ও দরিদ্র নারীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ৩০ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইলকান্দি বড়বাড়িতে অনুদানের টাকা বিতরণ করেন মানবহৈতেষী সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট বি মেহের চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়শনের সভাপতি আল আমীন শাহীন, কার্যকরী সদস্য আশেক মান্নান হিমেল, বীর মুক্তিযোদ্ধা শাহ আলী শিকদার, আফসানা সুলতানা, ফাতেমা কবির, ডলি হাসান, নার্গিস আক্তার, দিতি আক্তার প্রমূখ।
বি মেহের চৌধুরী জানান, আভার উদ্যেগে ২০১০ সাল থেকে আর্থিক অনুদান প্রদাণ কর্মসূচী অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে বি মেহের চৌধুরী বলেন ,প্রবাসে থাকলেও দেশের মানুষের জন্য মন পড়ে থাকে। মাতৃভুমি এবং দেশের আপনজনের টানে ছুটে আসি।এটা মনের একটা প্রশান্তি। যতদিন বেঁচে থাকবো এ সেবা চালিয়ে যাব।

CATEGORIES
Share This