Today Is- Thursday-23 Jan 2025

মসজিদে নববীতে সকলের জন্য দোয়া প্রার্থনা গ্লোবাল পিস অ্যামব্যাসেডর স্যার ড. আবু জাফর মাহমুদের

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : মাহে রামাদানের শেষ দশদিন ইসলামের পবিত্র নগরী মদীনা ও মক্কায় অবস্থান করছেন গ্লোবাল পিস অ্যামব্যাসেডর, বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ারের প্রেসিডেন্ট এণ্ড সিইও দ্য বে ওয়েভ ও জয় বাংলাদেশ সম্পাদক স্যার ড. আবু জাফর মাহমুদ।

মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহ্-এ নামাজ আদায় শেষে তিনি জন্মভূমি বাংলাদেশ, বসবাসস্থল যুক্তরাষ্ট্র ও কর্মস্থল নিউইয়র্কের বাংলাদেশি, মুসলিম উম্মাহ তথা সকল জনগোষ্ঠির জন্য দোয়া করেছেন মহান রাব্বুল আলামীনের কাছে। এক লিখিত বার্তায় তিনি জানিয়েছেন, “রিয়াজুল জান্নাহ থেকে ফিরলাম। সকলের জন্যে আল্লাহর রহমত, সুস্থতা,উন্নতি ও জীবনকে সহজ করে দিতে যতবার প্রার্থনা করতে করতে কেঁদেছি, তা আমার কল্পনারও ছিলো অতীত। ওয়াক্তের নামাজে যতবার করে আমি আমার প্রিয় মানুষদের কথা মনে করে তাদের সুস্থতা ও কল্যাণের জন্যে আল্লাহকে বলেছি, এতবার নিজের জন্যে বলতাম বলে মনে পড়েনা।
মদিনায় এখনো। এই মূহুর্তে নিজেকে অনেক স্বার্থক অনুভব করছি। আল্লাহ এবং নবীজী স্বাক্ষী আমার এই দরদ ও ভালোবাসার। নিজেকে এভাবে নিবেদিত করতে পারলাম আমার প্রিয় মানুষদের কল্যাণের জন্যে। আল্লাহ যেনো এই বান্দার প্রার্থনা কবুল করেন। আমিন।”

CATEGORIES
Share This