Today Is- Wednesday-22 Jan 2025

মার্কিন নির্বাচনে আবারও ৬ বাংলাদেশি আমেরিকান

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক : মার্কিন নির্বাচনে আবারও লড়ছেন বাংলাদেশি আমেরিকান ৬ প্রার্থী। আগামী ৫ নভেম্বরের এ নির্বাচনে আগে থেকেই যেসব নির্বাচিত প্রতিনিধি রয়েছেন স্টেটের বিভিন্ন আইন সভায়, তারাই পুনর্নির্বাচনের জন্য দাঁড়িয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ এম. রহমান, একই স্টেটের অপর ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত সিনেটর নাবিলা ইসলাম, কানেকটিকাট স্টেট সিনেটর মাসুদুর রহমান, ভার্জিনিয়া স্টেট সিনেটর সাদ্দাম সেলিম এবং নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান। এর বাইরে পেনসিলভেনিয়া, মিশিগান, নিউজার্সিসহ অন্যান্য স্টেটে কয়েকজন বাংলাদেশি-আমেরিকান রয়েছেন কাউন্টি ও অন্যান্য পর্যায়ে।

নিউজার্সি প্লেইন্স বরো টাউনশিপ থেকে নির্বাচিত কাউন্সিলম্যান ড. নুরুন নবী টানা ১৪ বছর ধরে এই পদে আছেন ২০০৭ সাল থেকে। এবার জিতলে হবে তার পঞ্চম মেয়াদ। তার টাউনশিপে একজন মেয়র এবং ৫ জন কাউন্সিলম্যান রয়েছেন। তিনি কাউন্সিলম্যান হিসেবে কালচারাল এবং হেরিটেজ বিষয়ের দায়িত্বে রয়েছেন। ড. নূরুন নবী ডেমোক্রেট দলীয় প্রার্থী।
বাংলাদেশি আমেরিকান প্রার্থীদের মধ্যে রয়েছেন জর্জিয়ার সিনেট ডিস্ট্রিক্ট ৫ থেকে শেখ রহমান, একই স্টেটের সিনেট ডিস্ট্রিক্ট ৭ থেকে নাবিলা ইসলাম, কানেকটিকাটে সিনেট ডিস্ট্রিক্ট ৪ থেকে মাসুদুর রহমান ও ভার্জিনিয়ায় স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৩৭ থেকে সেলিম সাদ্দাম। তারা সকলেই ডেমোক্রেট। তবে নিউ হ্যাম্পশায়ার স্টেট হাউস অব রিপ্রেজেনটেটিভ পদে রকিংহ্যাম ডিস্ট্রিক্ট ২০-এ পুনর্নির্বাচন করতে যাওয়া আবুল বাশার খান রিপাবলিকান।

CATEGORIES
Share This