Today Is- Tuesday-22 Oct 2024

যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী ছাত্র ছাত্রী ও শিক্ষকদের প্রতিবাদী মানববন্ধন

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গ রাজ্যের কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী ছাত্র ছাত্রী ও শিক্ষক বৃন্দ বাংলাদেশ এ চলমান কোটা সংস্কার আন্দোলন এর সাথে সংহতি জানিয়ে এক প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করেছে। ১৭ জুলাই দুপুর ১২ টায় কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীর সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বাংলাদেশী ছাত্র ছাত্রী, শিক্ষকবৃন্দ এবং তাদের পরিবার অংশগ্রহণ করে। কেন্ট স্টেট্ এ পিএইচডি গবেষনা রত বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এতে অংশগ্রহন করে।

উক্ত মানববন্ধনে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের দ্বারা ছাত্র হত্যার প্রতিবাদ, নিপীড়ন ও শিক্ষাঙ্গনে অপরাজনীতি বন্ধ, কোটা সংস্কার সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান সমৃদ্ধ প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। মানববন্ধন থেকে অবিলম্বে ছাত্র হত্যার বিচার এবং কোটা সংস্কার করার দাবি জানানো হয়।

CATEGORIES
Share This