Today Is- Monday-23 Dec 2024

সৌদি আরব ও যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আজহা ১৬ জুন রোববার

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে পবিত্র ঈদ-উল-আজহা ১৬ জুন রোববার উদযাপিত হবে। ঈদুল আজহা উপলক্ষে ইউএসএনিউজঅনলাইন.কম এর পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ সবাইকে শুভেচ্ছা। ঈদ মোবারক!

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সেখানে ঈদ-উল-আজহা উদযাপিত হবে ১৬ জুন রোববার। সৌদি আরবের সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে দেশটিতে আগামীকাল শুক্রবার ৭ জুন জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ ১৬ জুন দেশটিতে ঈদুল আজহা উদ্যাপিত হবে। সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ উদযাপিত হয়, যুক্তরাষ্ট্রেও একই দিন ঈদ উদযাপিত হয়।
উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে ঈদ-উল-আজহা উদযাপিত হয়েছিল ২৮ জুন।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাস হলো বছরের শেষ বা ১২তম মাস। এ মাসের ১০ তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদ-উল-আজহা।

CATEGORIES
Share This