Today Is- Monday-23 Dec 2024

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল হামিদ, নিউইয়র্ক : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নিউইয়র্কে দোয়া ও আলোচনা সভা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ। গত ১৭ই এপ্রিল বুধবার রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি শামসুদ্দিন আজাদ, সহভাপতি ডাঃ মাসুদুল হাসান, উপদেষ্টা জয়নাল আবেদীন, যুগ্ন সাধারন সম্পাদক আইরিন পারভীন, প্রবাসী কল্যান সম্পাদক সোলায়মান আলী, সদস্য শাহানারা রহমান, জহুরুল ইসলাম, আব্দুল হামিদ, নুরুল আফসার সেন্টু, বীর মুক্তিযোদ্ধা সিরাজ আজাদ, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সভাপতি রফিকুর রহমান, সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী, সহ সভাপতি মাসুদ সিরাজী, এম উদ্দিন আলমগীর, যুগ্ম সম্পাদক নুরুল আলম বাবু, দুলাল বিল্লাহ, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের উপ আন্তর্জাতিক সম্পাদক গাজী লিটন, সৈয়দ গোলাম কিবরিয়া, সাবেক সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, সাবেক যুগ্ম সম্পাদক নাফিজুর রহমান তুরন, খান সওকত, গোলাম রব্বানী চৌধুরী, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সহ সভাপতি হুমায়ুন কবির, উপদেষ্টা সিরাজুল ইসলাম ভূইয়া, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন স্বপন, দপ্তর সম্পাদক মেহরাজ ফাহমী, যুবলীগ নেতা সিবুল মিয়া, হারুনুর রশিদ, শাহ আনসারী।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীত বাজিয়ে দাড়িয়ে সম্মান প্রদর্শনের মাধ্যমে সুচনা করা হয়। এরপর শহীদদের সম্মানে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে পুষ্পস্তবক অর্পন করে সম্মান জানানো হয়। সভায় দোয়া পরিচালনা করেন জয়নাল আবেদীন।
মুজিবনগর সরকারের তাৎপর্য উল্লেখ করে ড. সিদ্দিকুর বলেন দিবসটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। আর স্বাধীনতা সংগ্রামের সেই কঠিন মুহুর্তে মুজিবনগর সরকার বাঙ্গালীর স্বাধীনতা আন্দোলনের ন্যয়সঙ্গত অধিকারের পক্ষ্যে বহির্বিশ্বে জনমত গঠন ও বিভিন্ন রাষ্ট্রসমূহের সমর্থন আদায়ে মূল ভূমিকা পালন করে। ড. সিদ্দিকুর রহমান বলেন, আগামী বাংলাদেশ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্বেত্বে স্মার্ট বাংলাদেশ এবং সেই লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

CATEGORIES
Share This