নিউজ২৪ইউএসএ.কম: জাতীয় পার্টির সাবেক রংপুর-২ আসনের সংসদ সদস্য আনিসুল ইসলাম মন্ডল ব্যক্তিগত সফরে গত ২৪ মে রবিবার মার্কিন যুক্তরাষ্ট্র আসেন। জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দের দেওয়া এক উষ্ণ সম্বর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায়, বিশেষ অতিথি জাপার উপদেষ্টা অ্যাডভোকেট শাহাজাদী নাহিনা নূর, উপদেষ্টা গিয়াস মজুমদার। আরো উপস্থিত ছিলেন জাপার সিনিয়র সহ-সভাপতি জসিম চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম জহির কবির, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, যুব বিষয় সম্পাদক শফি আলম, প্রচার সম্পাদক মীর জাকির, কোষাধক্ষ জি এম ইলিয়াস, মহিলা সভানেত্রী কানিজ ফাতেমা, সদস্য খান আনোয়ার, সদস্য মুজিবুর রহমান, যুব সংহতির সভাপতি আব্দুল মহিউদ্দিন আলি, সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, জিএম ইলিয়াস এবং প্রধান অতিথিকে ফুল দিয়ে সম্মান জানান মহিলা নেত্রী কানিজ ফাতেমা। পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের জন্য দোয়া করা হয়। আগামী জাতীয় নির্বাচনে ইতিহাসের বড় ঘটনা জন্ম দিতে পারে, সেটা পরিস্থিতি আরো খারাপের দিকেও যেতে পারে, আরো ভালোর দিকেও যেতে পারে। সামনের দিকে রাজনৈতিক সংঘাত হতে পারে, আবার দমন পিড়ন করে রাজনিতিকে দমিয়ে রাখা হতে পারে, আসলে দেশের রাজনিতিতে একটা সমস্যা আছে, আমরা তার কোন সমাধান দেখতে পারছিনা, আমরা আশা করি আসন্ন নির্বাচন সুষ্ঠ হবে। ভোটারা যেন ভোট দিতে পারেন। আমাদের প্রিয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ আজীবন একটি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে কাজ করেছন। পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেবের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে আমাদেরকে কাজ করতে হবে। বাংলাদেশের উপর যে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমন নীতি নির্দেশ দিয়েছেন তা আমাদের জনগন কোন দিনই আশা করেন নাই। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের একসাথে কাজ করতে হবে। নির্বাচন কোনভাবে বিনষ্ট হলে মার্কিন ভ্রমন নীতিতে জাতির মান সম্মান বিনষ্ট হবে। জাতি এরকম কোন ভ্রমন নীতিকে সমর্থন করে না, এর দ্বায় বর্তমান ক্ষমতাসীন সরকারকেই নিতে হবে।