Today Is- Sunday-20 Apr 2025

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি, লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় দশ মে শুক্রবার রাত পৌণে একটা নাগাদ পেনসিলভেনিয়ার ইন্টার স্টেট ৭৬ হাইওয়েতে তিনি সড়ক দুর্ঘটনায় পতিত হন। পেনসিলভেনিয়ায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান শেষে তিনি আটলান্টিক সিটিতে নিজ বাসভবনে ফিরছিলেন। তাঁর স্ত্রী এবং কনিষ্ঠ সন্তানও দুর্ঘটনায় আহত হন।
জরুরি সেবা প্রদানকারী সংস্হার লোকজন তাদেরকে উদ্ধার করে স্হানীয় পাওলি হাসপাতালে নিয়ে যান । সেখানে তাদেরকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হয়। সড়ক দুর্ঘটনায় সুব্রত চৌধুরী ডান হাতে মারাত্মকভাবে আঘাত পান। এছাড়া তিনি বাম পায়ে, মাথায় ও কোমরে আঘাত পান।তাঁর স্ত্রী, সন্তানও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন।
সুব্রত চৌধুরী ও তাঁর স্ত্রী বর্তমানে অর্থোপেডিকস বিশেষজ্ঞের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। আগামী দু’একদিনের মধ্যে সুব্রত চৌধুরীর ডান হাতে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। সুব্রত চৌধুরী ও তাঁর পরিবার তাদের দ্রুত আরোগ্য কামনায় সবার আশীর্বাদ ও দোয়া প্রার্থনা করেছেন।

CATEGORIES
Share This