Today Is- Wednesday-30 Oct 2024

নিউইয়র্ক পুলিশের বাংলাদেশি-আমেরিকান জামিল সারোয়ারের ডিটেকটিভ দ্বিতীয় গ্রেড পদে পদোন্নতি

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক পুলিশের বাংলাদেশি-আমেরিকান ডিটেকটিভ জামিল সারোয়ার ডিটেকটিভ তৃতীয় গ্রেড থেকে দ্বিতীয় গ্রেড পদে পদোন্নতি অর্জন করেছেন। গত ৩১ মে শুক্রবার দুপুরের পর কুইন্সের পুলিশ একাডেমিতে পদোন্নতি পর্ব অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ কমিশনার তার হাতে সার্টিফিকেট তুলে দিয়েছেন।

পদোন্নতিপ্রাপ্ত ডিটেকটিভ জামিল সারোয়ার জনি বাংলাদেশের পিরোজপুর শহরের বিশিষ্ট আইনজীবী মরহুম সারোয়ার হোসেন এবং পিরোজপুর সরকারি মহিলা কলেজের ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ সাবেক অধ্যক্ষ রেনু সারোয়ারের ছোট ছেলে এবং তার বড় ভাই সাকিল সরোয়ার বিসিএস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তজুমদ্দিন ভোলায় কর্মরত।
জামিল সারোয়ার জনি ২০০৬ সালে বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন। ২০১২ সালে তিনি নিউইয়র্ক পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০১৬ সালের ১৭ এপ্রিল তিনি ডিটেকটিভ তৃতীয় গ্রেড হিসেবে পদোন্নতি লাভ করেন।
২০১৩ সালের ৪ জুলাই নিউইয়র্কের ব্রুকলিনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের গুলিতে আহত হন জামিল সারোয়ার জনি। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সাত বার তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগের সম্মাননা পেয়েছেন বাংলাদেশি ডিটেকটিভ জামিল সারোয়ার জনি।
ডিটেকটিভ জামিল সারোয়ার পুলিশ বিভাগে অপরাধ তদন্তকাজের পাশাপাশি, তার কর্মের জন্য নিউইয়র্ক সিটির অন্যান্য কমিউনিটি বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির মধ্যে সুপরিচিত। বর্তমানে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের মিডিয়া লিয়াজোঁ হিসেবে দায়িত্ব পালন করছেন।
জামিল সারোয়ার জনি বর্তমানে নিউইয়র্ক পুলিশের গুরুত্বপূর্ণ বিভাগ ইন্টেলিজেন্স ডিভিশনের সাইবার ক্রাইম শাখায় কর্মরত। এর আগে নিউইয়র্ক পুলিশের একটি দল রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সাইবার ক্রাইম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে। ওই দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। বর্তমানের ডিটেকটিভ জামিল সারোয়ার তার স্ত্রী লামিয়া নোশীন এবং সন্তান জুনায়না জামিল রূপকথা ও জোহরান জামিল গল্পকে নিয়ে লং আইল্যান্ডে বসবাস করছেন।

CATEGORIES
Share This