Today Is- Wednesday-30 Oct 2024

নিউইয়র্কে সাপ্তাহিক খবর’র আত্মপ্রকাশ (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক  : নিউইয়র্কে সাপ্তাহিক খবর নামে আকেটি প্রত্রিকা আত্মপ্রকাশ করলো। পত্রিকাটির প্রকাশ বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন বেলাল । সম্পাদকের দায়িত্ব পালন করছেন সাংবাদিক ফরিদ আলম। সিটি এডিটর হিসেবে রয়েছেন এসএম সোলায়মান।

৩১ মে শুক্রবার কুইন্সের গুলশান ট্যারেসেতে আয়োজিত প্রকাশনা উৎসবে কমিউনিটির বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রকাশক বেলায়েত হোসেন ও সম্পাদক ফরিদ আলম পত্রিকাটিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন। বেলায়েত হোসেন বেলাল বলেন, দীর্ঘদিনের স্বপ্নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। কমিউনিটিকে এগিয়ে নিতে সাপ্তাহিক খবর জোড়ালো ভূমিকা পালন করবে। সম্পাদক ফরিদ আলম বলেন, অসত্যের সাথে এই পত্রিকা আপোষ করবে না। দল নিরপেক্ষতায় আমরা কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।

নতুন এই পত্রিকার প্রকাশনায় কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গ ও কর্মরত সাংবাদিকরা ফুল দিয়ে বেলায়েত হোসেন, ফরিদ আলম ও এসএম সোলায়মানকে অভিনন্দিত করেন। তাদের মধ্যে রয়েছেন সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, ঠিকানার সম্পাদক এমএম শাহিন, এমসি টিভি’র সিইও কাজি শামসুল হক, টাইম টিভি’র সিইও আবু তাহের, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, জন্মভ‚মি সম্পাদক রতন তালুকদার, নিউইয়র্ক কাগজের কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, এডিটর আফরোজা ইসলাম, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইয়িদ, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, নবযুগ সম্পাদক সাহাবুদ্দিন সাগর, ব্যবস্থাপনা সম্পাদক নিম্মি নাহার, হক কথা সম্পাদক এবিএম সালাহউদ্দীন আহমেদ, সাংবাদিক আকবর হায়দার কিরন, সাংবাদিক নাসরাত চৌধুরী, ফটো সাংবাদিক নেহার সিদ্দিকী, বাংলাদেশ প্রতিদিনের আবুল কাশেম, এএফএম জামান, রিমন ইসলাম, মোস্তফা অনিক রাজ, সৌরভ ইমাম, মাওলানা রশীদ আহমেদ, তুষার পিক, জহিরুল ইসলাম প্রমুখ।
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া, সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সাধারন সম্পাদক আতাউর রহমান সেলিম, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, নাসির আলী খান পল, আকাশ রহমান, ফাহাদ সোলায়মান, বেবি নাজনীন, খলিলুর রহমান, রকি আলিয়ান, জসিম ভূইইয়া, আমিনুল ইসলাম, কাজি নয়ন, কাজি আজম, ফকরুল ইসলাম দেলোয়ার, জে মোল্লা সানি, লায়ন এম জিলানী, ব্যবসায়ী নজরুল ইসলাম প্রমুখ।

CATEGORIES
Share This