Today Is- Thursday-21 Nov 2024

নিউইয়র্কে বিএনপি’র নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আখন্দের সংবর্ধনা; দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম : নিউইয়র্কে এক সভায় বিএনপি’র নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আখন্দ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের সময় দরকার। তবে এমন সংস্কার নয়, যার জন্য আবার একটি চক্র বাংলাদেশের গণতন্ত্রকে নৎসাত করার পরিকল্পনা করতে পারে। দ্রুত নির্বাচনী ‘রোড ম্যাপ’ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন ঘিরে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। সব ষড়ষন্ত্র রুখে দিতে হবে।
৪ নভেম্বর নিউইয়র্কে ব্রঙ্কসের এশিয়ান পার্টি হলে যুক্তরাষ্ট্রস্থ বৃহত্তর ময়মনসিংহবাসীর তার সম্মানে আয়োজিত এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।
আয়োজক সংগঠনের সভাপতি মোঃ আনোয়ারুল আলম ভুইয়ার সভাপতিত্বে এবং রফিকুল ইসলাম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দিন, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইমরান শাহ রন ও এড্ রেদোয়ানা রাজ্জাক সেতু, ব্রঙ্কস বরো (পুর্ব ) এর সদস্য সচিব কৃষিবিদ সোলেয়ামান, শেরপুর জেলা সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, বিএনপি নেতা আক্তারুজামান হ্যাপি, মোঃ নূরুল হক, সুলতান উদ্দিন, ফুল মিয়া, ছিদ্দিকুর রহমান, বাবু, আনিছুর রহমান, আনোয়ার হোসেন, শহীদুল ইসলাম, ফজলুর রহমান মাষ্টার প্রমুখ। এসময় জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহসহ নিউইয়র্কে বসবাসরত জাতীয়তা আদর্শের বিভিন্ন জেলার নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে আবু ওয়াহাব আখন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বৃহত্তর ময়মনসিংহবাসী সহ উপস্থিত জাতীয়তাবাদী দলের নের্তৃবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করেন কায়ছার আলম তপন, হারুন অর রশিদ, মামুনর রশিদ, লোকমান হোসেন, লেলিন, মুক্তা, খলিলুর রহমান, মিন্টু রয়, সোলেমান, সাকিল প্রমুখ।
আবু ওয়াহাব আখন্দ বলেন, আমাদের দাবি স্পষ্ট আমরা নির্বাচন চাই। আওয়ামী লীগ আবার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই অস্থিরতা করার সুযোগ দেওয়া যাবে না। এসময় তিনি অন্তর্বতীকালীন সরকারের কাছে তারেক রহমানসহ বিএনপির নেতা-কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সভাপতির ভাষণে মোঃ আনোয়ারুল আলম ভুইয়া উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানান।

CATEGORIES
Share This