Today Is- Wednesday-04 Dec 2024

নিউইয়র্কে ডাউন টাউন ম্যানহাটন বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন’র নির্বাচন : বাদল সভাপতি ও মিঠু সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীদের অন্যতম বড় সংগঠন ডাউন টাউন ম্যানহাটন বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (ডিএমবিবিএ) এর দ্বি-বার্ষিক নির্বাচনে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তরিকুল হোসাইন বাদল ও মো. রিয়াজুল কাদির লস্কর মিঠু।
গত ২৪ নভেম্বর রোববার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ম্যানহাটন ডাউনটাউনে ২২৮ ক্যানাল স্ট্রিটের একটি কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৮৬ জন ভোটারের মধ্যে ২৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন উপলক্ষে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেছে ব্যবসায়ীদের মধ্যে। অনেকটা উৎসবমুখর ছিল ক্যানাল স্ট্রিট।
নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করেন- মো. কামাল উদ্দিন, রেজাউল মোস্তফা, কামরুল ইসলাম, আলম সবুজ ও সরদার উদ্দিন ফালু। ভোটগ্রহণ শেষে তারা প্রাথমিক ফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী ১৪৬ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন তরিকুল হোসাইন বাদল। নির্বাচনে তিনিই সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সেলিম চৌধুরী পেয়েছেন ৮৭ ভোট। ১৪৪ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নূর হোসাইন লিটন। তার প্রতিদ্বন্দ্বী কাজিম উদ্দিন পেয়েছেন ৭৭ ভোট। ১২৮ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল কাদির লস্কর মিঠু। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবুল কাশেম পেয়েছেন ১০২ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে রফি ইউ আহমেদ (প্রাপ্ত ভোট ১৩৯), মির্জা কামরুল হাসান সুমন (প্রাপ্ত ভোট ১১৫) ও শ্রিকান্ত দাস (প্রাপ্ত ভোট ৫২)।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে উস্তার আলী (প্রাপ্ত ভোট ১২৬), জুনায়েদ আহমেদ (প্রাপ্ত ভোট ১১৩) ও ওবায়দুল ইসলাম (প্রাপ্ত ভোট ৮৭)।
৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের অন্যান্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি জেকে কামাল, অর্থ সম্পাদক মো. হানিফ, সাংস্কৃতিক সম্পাদক মো. আসিফ, প্রকাশনা সম্পাদক প্রিন্স মাহমুদ, সমাজকল্যাণ সম্পাদক মো. নুর আলম, সহ-প্রকাশনা সম্পাদক সালেহ রুবেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তারেক হাসান, অফিস সেক্রেটারি মো. জুয়েল হোসেন, ক্রীড়া সম্পাদক আশিক চাঁদ, কার্যকরী সদস্য কে এম শহরিয়ার।
কার্যকরী সদস্য পদে আর কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি। ফলে এই পদে বাকী প্রার্থীদের কো-অপ্ট করবে নতুন কমিটি।
নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সভাপতি তরিকুল হোসাইন বাদল ও সাধারণ সম্পাদক মো. রিয়াজুল কাদির লস্কর নির্বাচন কমিশনসহ সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার সহযোগিতায় ডিএমবিবিএকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব।

CATEGORIES
Share This