Today Is- Thursday-26 Dec 2024

নিউইয়র্কে বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ’র বিজয় দিবস উদ্‌যাপন

জলি আহমেদ:: যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির অন্যতম সংগঠন বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে এক অনন্য অনুষ্ঠান আয়োজন করেছে। গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্ক শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা তাদের দেশপ্রেম, ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসার নজির স্থাপন করেন।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য এবং জাতির গৌরবময় ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, প্রবাসে থেকেও মুক্তিযুদ্ধের চেতনা আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে। বক্তারা স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ এর সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম কলিম। এছাড়া বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সভাপতি ফারুক হোসেন মজুমদার, উপদেষ্টা ফখরুল ইসলাম(মজনু), যুগ্ম-সাধারণ সম্পাদক মিঞা ফয়েজ আহম্মেদ(জুয়েল), সহ-সভাপতি শাহ্ মোয়াল্লেম হোসেন ও সমাজ কল্যাণ সম্পাদক বেলায়েত হোসেন।
এসময় বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ এর সভাপতি শামীম হাসান বলেন, “মহান বিজয় দিবস আমাদের জন্য একটি গৌরবময় দিন। এ দিনটি আমাদের ঐক্য ও চেতনার প্রতীক। প্রবাসে থেকেও আমরা চেষ্টা করছি বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে।” তিনি প্রবাসীদের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান।
অন্যদিকে সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম কলিম বলেন, “বিজয় দিবস শুধু উদ্‌যাপনের জন্য নয়, বরং এটি আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে হবে।” তিনি এ ধরনের আয়োজনের গুরুত্বের ওপর জোর দেন এবং প্রবাসী বাংলাদেশিদের একত্রিত হওয়ার আহ্বান জানান।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরাও এই আয়োজনে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম জ্যামাইকা ফ্রেন্ড সোসাইটির সভাপতি ফকরুল ইসলাম (দেলোয়ার), সহ-সভাপতি ফারুক হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক আতিকুর রহমান(রফিক), আইন বিষয়ক সম্পাদক এ.কে মাহমুদুল হক (খোকন), সহ-সভাপতি ইসমাইল হোসেন (স্বপন) ও বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন সরকার। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ এর সহ-সভাপতি ফারুক হোসেন(রনি), কোষাধক্ষ্য নুরুল ইসলাম, সহ-সভাপতি মাহবুবুল ফিরোজ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম (রিপন), আপ্যায়ন সম্পাদক মুন্সি জুলফিকার উদ্দিনসহ আলামিন, হযরত আলী, জাহিদুর রহমান, সিরাজুল ইসলাম, কবির হোসেন ও কার্যনির্বাহী সদস্য মামুন সরকার।
এসময় বক্তারা বিজয় দিবস উদ্‌যাপনের তাৎপর্য তুলে ধরেন এবং বাংলাদেশি সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বিজয় দিবসের আনন্দ উদ্‌যাপন করা হয়। স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন, যা অনুষ্ঠানে এক ভিন্ন আবেগময় পরিবেশ সৃষ্টি করে
অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। সঞ্চালকের দায়িত্বে ছিলেন প্রবাসী কমিউনিটির অন্যতম সংগঠক ও বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ এর ধর্ম ও শিক্ষা সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন।
ব্যানারে প্রদর্শিত স্লোগান “United We Go Beyond” প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতিফলন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন প্রবাসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজনে সক্রিয় থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিজয় দিবস উদ্‌যাপনের এ আয়োজনটি এক অনন্য মিলনমেলায় রূপ নেয়, যা প্রবাসে থাকা বাংলাদেশিদের মধ্যে নতুন আশার সঞ্চার করে প্রতিনিয়ত।

CATEGORIES
Share This