Today Is- Sunday-09 Mar 2025

নিউইয়র্কের ওজন পার্কে ‘ঈষিকা সাইন সাপ্লাই’র গ্র্যান্ড ওপেনিং

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রিন্টিং ও এডভার্টাইজিং ম্যাটারিয়াল নিয়ে হোলসেল প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে ইশিকা সাইন সাপ্লাই। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ওজন পার্কে (৮৪-২২, ১০১ এভিনিউ, ইউনিট ফেক্ট) প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। নিউইয়র্কে বাংলাদেশীদের অনেকগুলো রিটেইল প্রিন্টিং কোম্পানি থাকলেও একমাত্র হোলসেল কোম্পানী হিসেবে আত্মপ্রকাশ করেছে ইশিকা সাইন সাপ্লাই।
ইশিকা সাইন সাপ্লাই এর প্রেসিডেন্ট শাহ নেওয়াজ বলেন, এডভার্টাইজিং ম্যাটারিয়াল হোলসেল করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি শুরু হলেও কোন ক্লায়েন্ট যদি এডভার্টাইজিং মেটারিয়াল কিনে তা আমাদের থেকেই প্রিন্ট করাতে চায় আমারা সে সেবাও দিতে পারব। মূলত বাংলাদেশী কমিউনিটিকে সেবা প্রদান করাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, আমাদের প্রতিষ্ঠানে কিছু কিছু কমন প্রোডাক্ট ছাড়া আমরা এমন সব ম্যাটারিয়াল যুক্ত করতে চাই যা অন্য কোম্পানীগুলোতে নেই। আমেরিকার যেকোন জায়গা থেকে প্রোডাক্ট কোড অনুযায়ী অনলাইনে অর্ডার করলে তা দ্রুত সময়ের মধ্যে ডিলিভারি দেয়ার কথাও জানান তিনি।
প্রতিষ্ঠানটির ডিরেক্টর এম শাহীন ভূইয়া বলেন, ১৯ বছরের অভিজ্ঞতার আলোকে আমরা এ প্রতিষ্ঠান শুরু করেছি। আমাদের ডেডিকেটেড স্টাফ রয়েছে। গুণগত প্রোডাক্ট ও সেবার ক্ষেত্রে আমরা কোন কমপ্রোমাইজ করব না।

CATEGORIES
Share This