Today Is- Saturday-19 Apr 2025

যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ফ্লাইটে পাসপোর্ট ছাড়া যাত্রার জন্য রিয়েল আইডি বাধ্যতামূলক

নিউজ২৪ইউএসএ.কম : যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রার জন্য রিয়েল আইডি বাধ্যতামূলক করা হচ্ছে। যার ফলে বিমানে পাসপোর্ট ছাড়া যাত্রা করার জন্য যাত্রীদেরকে একটি স্টার চিহ্নিত ড্রাইভিং লাইসেন্স বা রিয়েল আইডি নিয়ে চলতে হবে।


এই নতুন নিয়ম অনুযায়ী, ৭ মে থেকে যারা অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণ করবেন তাদেরকে অবশ্যই রিয়েল আইডি ব্যবহার করতে হবে। এর জন্য যাত্রীদেরকে তাদের রাজ্যভিত্তিক লাইসেন্সিং এজেন্সির সাথে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার মাধ্যমে রিয়েল আইডি নিতে হবে। নিউইয়র্ক এবং নিউজার্সির জন্য মোটর গাড়ির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আইডি প্রদানের দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, যাত্রীদের জন্য প্রয়োজনীয় নথি হিসাবে ইউটিলিটি বিল, ক্রেডিট কার্ড বিল, এবং সামাজিক নিরাপত্তা নম্বর সংক্রান্ত নথি উপস্থাপন করতে হবে। যাদের লাইসেন্সের মেয়াদ শেষ হবে তারা দ্রুত সশরীরে নবায়ন করে রিয়েল আইডি নিতে পারবেন। তবে যারা লাইসেন্স নবায়ন করতে পারেন না তাদের জন্য বিশেষ অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে রিয়েল আইডি নিতে হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়েল আইডি ছাড়া বিমানে চড়তে পারবে না। তবে যাত্রীদের যদি পাসপোর্ট বা গ্লোবাল এন্ট্রি কার্ড থাকলে তারা বিমান ভ্রমণ করতে পারবেন।

CATEGORIES
Share This