নিউইয়র্কে এয়ার ভাইস মার্শাল ইহসানুল গনী চৌধুরীকে ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার সংবর্ধনা

নিউজ২৪ইউএসএ.কম : যুক্তরাষ্ট্র প্রবাসী ওসমানীনগর উপজেলাবাসীর আন্তরিক ভালবাসায় সিক্ত হলেন ওসমানী পরিবারের কৃতি সন্তান, এয়ার ভাইস মার্শাল (অব.) ইহসানুল গনী চৌধুরী (ওসমানী)। গত ২৮ মে রোববার নিউইয়র্কে এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ পার্টি হলে ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ যুক্তরাষ্ট্র সফররত এয়ার ভাইস মার্শাল ইহসানুল গনী চৌধুরী (ওসমানী)কে সংবর্ধনা প্রদান করে। ওসমানীনগর প্রবাসীরা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে অংশ নেন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি আজিজ আহমদ ছালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী মিছলুর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি বশির উদ্দীন। বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইহসানুল গনি চৌধুরীর পতœী ডাক্তার জুবায়দা আখতার, জালালবাদ এসোসিসেসন অব আমেরিকার সভাপতি বদরুল খান, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি মেম্বার আজিমুর রহমান বুরহান ও সহ সভাপতি ফারুক চৌধুরী, ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার উপদেষ্টা আব্দুল কাদির, এমএ সালাম, আব্দুস ছালিক, অধ্যক্ষ লুৎফুর রহমান আকতার, ছাইফুল চৌধুরী জামিল, মাহবুবুল গনি ওসমানী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কুইন্স বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী, ফয়জুন নূর চৌধুরী, বালাগঞ্জ সমিতির সভাপতি আব্দুল জলিল, মনির আহমেদ, রিয়াজ কামরান প্রমুখ।
সভায় এসোসিয়েশনের সহ সভাপতি মালিক শেখ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা, কোষাধ্যক্ষ আব্দুল মজিদ ও প্রচার সম্পাদক জুমানুর রহমান তাপাদারসহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এয়ার ভাইস মার্শাল ইহসানুল গনী চৌধুরী (ওসমানী)কে আন্তরিকভাবে বরণ করে আয়োজকদের পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় সংবর্ধিত অতিথি এয়ার ভাইস মার্শাল ইহসানুল গনী চৌধুরী (ওসমানী) তার সম্মানে এ আয়োজনের জন্য যুক্তরাষ্ট্র ওসমানীনগর উপজেলাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকসময় তার এলাকাসহ বাংলাদেশের দরিদ্র-অসহায়দের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে প্রবাসীদের নিজ নিজ এলাকায় সম্ভাব্য সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
সভাপতি আজিজ আহমেদ ছালিক সংবর্ধিত অতিথিকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে সহযোগিতাকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।