Today Is- Friday-15 Nov 2024

নিউইয়র্কের ব্রঙ্কসে সিনিয়র সিটিজেন ফোরামের সাংস্কৃতিক পরিবেশনা

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ব্রঙ্কসে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর সোমবার সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস মিলনায়তনে আয়োজনের মধ্যে ছিল শুভেচ্ছা বক্তব্য, সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজ।
সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী রবিউজ্জামান ও শামীম আহম্মেদ এর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, খলিল বিরিয়ানীর কর্নধার শেফ খলিলুর রহমান প্রমূখ। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়।
অনুষ্ঠানে উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হালিম মুন্সি (প্রধান উপদেষ্টা) অধ্যক্ষ সানাউল্লাহ্, অধ্যাপক কামাল হোসেন, শ্যামল কান্তি চন্দ, বীর মুক্তিযোদ্ধা আবু কায়েস চিশতী, কর্পোরাল আব্দুল মতিন, কামাল উদ্দিন, বিল্লাল ইসলাম, আজিজুল হক।
বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশাহ, মমিনুল ইসলাম মমিন (সহ-সভাপতি, বাংলা ক্লাব), গোল্ডেন প্যালেসের কর্নধার বিলাল ইসলাম, কয়েস উজজামান কয়েস (সিইও, বাংলা টাউন রেস্টুরেন্ট ও গ্রোসারী), সুমন চৌধুরী (ফোন ক্লাব), কামরুল হাসান (হাসান ট্যাক্সি সার্ভিস), কামরুজ্জামান বাবু (প্রেসিডেন্ট, ফ্যামিলী এন্ড ফ্রেন্ডস), স্বপন তালুকদার (সুন্দরবন হালাল মিট ও গ্রোসারী), এমডি এ মজিদ (বাংলা সুইটস, স্যানাকস এন্ড ক্যাটারিং সার্ভিস), এম.ডি মফিজ উদ্দিন মাছুম, শামীম আহম্মেদ (সম্পাদক, প্রবাস নিউড ডট কম), শেখ শফিকুর রহমান (সাংবাদিক, প্রথম আলো), কমিউনিটি নেতা আব্দুল মুহিত, ডাঃ আব্দুল কাদের, মোস্তাক আলম চৌধুরী (সাবেক ইউপি চেয়ারম্যান), খলিলুর রহমান (রহমান), বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আজিজুল হক, বদরুল হক, রোকন হাকিম (ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জালালাবাদ এ্যাসোসিয়েসন ইউ.এস.এ ইনক), লোকমান হোসেন লুকু (সহ- সভাপতি জালালাবাদ এ্যাসোসিয়েসন ইউ.এস.এ ইনক), আবু লেইচ চৌধুরী (সাবেক চেয়ারম্যান), সুনাম আহমেদ সুনাম প্রমূখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোজ্ঞ  সংগীত পরিবেশন করেন নিউইয়র্কের জনপ্রিয় সংগীত শিল্পী কৃষ্ণা তিথী, আরিফ আহমেদ অর্ণব ও রাশেদ হিরা। কবিতা-গানে অংশগ্রহনকারীদের আনন্দ মাতিয়ে রাখেন-কবি আবু তাহের চৌধুরী, হীরা লাল দাস, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছালাম, বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
সার্বিক সহযোগিতা করেন শামীম আহম্মেদ, মোস্তাকুর রহমান লিটন, মাহবুব চৌধুরী, রেজাউল হক রুহেল, আবু ফজর, এম.ডি মফিজ উদ্দিন মাছুম, নূরুল আম্বিয়া, রাজ্জাক মোহাম্মদ, ফেরদৌস হোসেন আইয়ুব, মনোরন্জন পন্ডিত, মেসবাহ, মোঃ আব্দুর রহমান, সেলিম রেজা, সাহিন আলম, নবী, জামাল আহম্মেদ বক্স, মোহাম্মদ বাদল, আল আমিন, শহিদুল ইসলাম, ভবেশ রয়, বিভূতি রায়, সুনিল অধিকারী, প্রদীপ কুমার বৈদ্য, শফিকুর রহমান, সাহেদুল ইসলাম, মারুফ আহমেদ, সুমন দেব, সরোয়ার হোসেন মজনু, সাদিকুর রহমান, জাহিদুল ইসলাম প্রমুখ।
বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে গোল্ডেন প্যালেস ক্যাটারিং এর সুস্বাদু খাবারে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির কার্যকরী কমিটিঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, লাল দার হোসেন হাফিজুর রহমান, তহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী রবি-উজ-জামান, সহ-সাধারণ সম্পাদক এমডি আঃ কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক জীবন বিশ্বাস, প্রচার সম্পাদক এবি এম ইসলাম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, প্রকাশনা বিষয়ক সম্পাদক কবি আবু তাহের চৌধুরী, দপ্তর সম্পাদক মকবুল মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক খলিলুর রহমান (রহমান), শিক্ষা বিষয়ক সম্পাদক ডা: আব্দুল কাদের, হীরা লাল দাস, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুবেদার (অবঃ) ইব্রাহীম হোসেন, আইন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাহিত্য ও গ্রন্হ্যগার বিষয়ক সম্পাদক কবি সুধাংশু কুমার মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক মন্জুর চকদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা এম আবু নাসির, মহিলা বিষয়ক সম্পাদক পারভিন আক্তার, কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, কর্পোরাল (অবঃ) আব্দুল মতিন, এস এম একরাম উল্লাহ, বদরুল হক, আঃ লতিফ খান, আব্দুল মজিদ, আজিজুল হক।

CATEGORIES
Share This