Today Is- Saturday-16 Nov 2024

নিউইয়র্কে জ্যাকসন হাইটসের মুনা সেন্টারের ফান্ড রেইজিং অনুষ্ঠিত; ২ লাখ ডলারের অর্থ প্রতিশ্রুতি (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম : নিউইয়র্কে মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটস প্রতিষ্ঠিত ও পরিচালিত নতুন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ নামিরাহ’র ফান্ড রেইজিং ডিনার ও দোয়া মাহফিল ৪ নভেম্বর শনিবার মসজিদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বাদ মাগরিব আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের কাছ থেকে ২ লাখ ডলারের মতো অর্থ প্রতিশ্রুতি পাওয়া যায়।
মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের সভাপতি মমিনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মুনা নিউইয়র্ক নর্থ জোনের সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান, বিএমএএনএ নিউইয়র্ক-চ্যাপ্টারের সভাপতি ডা. আতাউল হক ওসমানী, মাদানী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গোলাম সারওয়ার, মুনা নিউইয়র্ক নর্থ জোনের অফিস সম্পাদক দিদারুল আলম ও মুনা এস্টোরিয়া চ্যাপ্টারের সভাপতি আব্দুস সবুর। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন সেন্টারের সাধারণ সম্পাদক কায়কোবাদ কবীর ও অর্থ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হামিদুর রহমান হামিম। এছাড়াও মসজিদ নামিরাহ’র শিক্ষার্থীরাও কোরআন থেকে তেলাওয়াত করেন।
অনুষ্ঠানে ইমাম দেলোয়ার হোসাইন ইসলামের আলোকে মসজিদ প্রতিষ্ঠা এবং ইহকাল পরকালের লাভ বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে উপস্থিত মুসল্লী নর-নারীগণ মসজিদ নামিরাহ’র জন্য ২ লাখ ডলারের মতো অর্থ দানের প্রতিশ্রুতি দেন। এদের মধ্যে কেউ কেউ ১০ হাজার, কেউ ৫ হাজার বা ২/৩ হাজার ডলারের প্রতিশ্রুতি দেন। শেষে বিশ্বশান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন ইমাম দেলোয়ার হোসাইন।

CATEGORIES
Share This