নিউইয়র্কে সেবামূলক প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড এর আনুষ্ঠানিক যাত্রা
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে সেবামূলক প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড এর যাত্রা শুরু হয়েছে। গত শনিবার আনুষ্ঠানিকভাবে তাদের কোর্সের যাত্রা শুরু হয়। বাংলাদেশী কমিউনিটির ইংরেজি ও কম্পিউটারের উপর স্কিল ডেভেলপ করে কাজের উপযোগী করে জীবন যাত্রার মান উন্নয়ন করাই এই ফাউন্ডেশনের প্রধান ও একমাত্র লক্ষ্য। ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড এর সেবাসমূহ হলোঃ কম্পিউটার কোর্স, ইংলিশ ল্যাংগুয়েজ কোর্স ও মেন্টাল হেলথ ওয়ার্কশপ।
নিউইয়র্কের কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব এবং বিশিষ্ট ফটোগ্রাফার নেহার সিদ্দিকী উপস্থিত থেকে শিক্ষার্থীদের এই কোর্স সম্মন্ধে ও তার গুরুত্ব নিয়ে কথা বলেন। তারা বলেন, প্রযুক্তির এই যুগে ইংরেজী ও কম্পিউটার জানা না থাকলে জীবনের প্রতিটি পদক্ষেপে সমস্যায় পড়তে হয়। তাই এসব স্কিল ডেভেলপ করা অত্যন্ত জরুরী। কোন বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে এটাই প্রথম কোন মহৎ উদ্যোগ। তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমরা সবসময় তাদের পাশে আছি।
প্রতিষ্ঠানের ইংরেজি ইন্সট্রাক্টর সুমাইয়া তাবাসসুম, ট্রেজারার শিউলি আক্তার ও প্রেসিডেন্ট ইঞ্জি. আব্দুস সোবহান সেখানে উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট ইঞ্জি. আব্দুস সোবহান বলেন, “সাংবাদিক সম্মেলনের পর থেকে আমরা প্রচুর সাড়া পাচ্ছি। আমি খুবই আশাবাদি সবাই এই সেবা গ্রহণ করে তাদের ভাগ্যের পরিবর্তন করে নিজেকে যোগ্য করে গড়ে তুলবেন। আমি সকল সংবাদকর্মী ও ইলেক্ট্রনিক্স মিডিয়াকে এই সেবামূলক সংবাদ প্রকাশ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি স্মার্ট টেক আইটি সল্যুশনসকে তাদের পৃষ্ঠপোষকতার জন্য। আমরা আপনাদের সব ধরণের সহযোগিতা চাই। যেহেতু এটা একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন সেহেতু যে কেউ যেকোন ধরণের সহযোগিতা করে এই সেবামূলক কাজে পাশে থাকতে পারেন। এই মুহূর্তে আমাদের কিছু ল্যাপটপের ঘাটতি রয়েছে। কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি উদ্যোগে কেউ চাইলে ল্যাপটপ ডোনেট করে বাঙ্গালি কমিউনিটির এই উন্নয়নে পাশে থাকতে পারেন।”