বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র সুবর্ণজয়ন্তী উদযাপন ২৮ জানুয়ারি
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক :বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের সাধারণ সভা গত ৩ ডিসেম্বর রোববার অনুষ্ঠিত হয়েছে। সভায় উপদেষ্টা কমিটির সদস্য ৪ জন বৃদ্ধি করে মোট ১১ জনে উন্নীত এবং আগামী ২৮ জানুয়ারি সংগঠনের ২৫ বছর পূতি সুবর্ণজয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বৃষ্টির মধ্যেও নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্টের এ সভায় সংগঠনের বিপুল সংখ্যক সদস্য যোগ দেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি মোঃ সামাদ মিয়া জাকারিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান আলী টিপুর পরিচালনায় সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ মাসুদ বেগ।
সাধারণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল আহিয়া, উপদেষ্টা মন্ডলির সদস্য আব্দুর রব দলা মিয়া, রফিকুল ইসলাম, মুক্তিযাদ্ধা আবু কাউছার চিসতি, মোঃ হাসান আলী, সাবেক সভাপতি মাহবুব আলম, সহ সভাপতি শামীম আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ বশীর মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম মুহিত, প্রচার সম্পাদক মনসুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ (শাবু), যুব ক্রীড়া সম্পাদক আব্দুর রউফ পাশা, ধর্ম ও সামাজ কল্যাণ সম্পাদক আবু সাঈদ এস চৌধুরী, আপ্যায়ন সম্পাদক. মোঃ ইকবাল হোসেইন, কার্যকরী সদস্য আবিদ হোসেন মোল্লা, মোঃ আবু ফজর, আনোয়ারুল আলম ভূঁইয়া, চৌধুরী এম মুমিত তানিম, মোহাম্মদ মাসুদ বেগ, সাধারণ সদস্য মোঃ আফজল আলী, এনাম আহমেদ চৌধুরী, নাছির মিয়া প্রমুখ।
সভায় উপদেষ্টা কমিটির সদস্য সংখ্যা ১১ জনে উন্নীতকরণ, আগামী ২৮ জানুয়ারি সংগঠনের সুবর্ণজয়ন্তী উদযাপনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতি মোঃ সামাদ মিয়া জাকারিয়া উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।