Today Is- Wednesday-25 Dec 2024

ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের অন্যতম আঞ্চলিক সংগঠন ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের ইফতার ও দোয়া মাহফিল গত ২৫ মার্চ সোমবার অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র প্রবাসী ফেঞ্চুগঞ্জবাসীর এ সংগঠনের ইফতার আয়োজন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আকিব। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক হুসেন আহমেদ।


অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি জুনেদ আহমেদ চৌধুরী, প্রবীণ কমিউনিটি লিডার আবদুর রব দলা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান শাহ, সহ-সভাপতি রেহানুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক সামাদ মিয়া জাকের, কোষাধ্যক্ষ দেলওয়ার হোসেন হেলাল, কার্যকরী সদস্য টিপু সুলতান প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট হাসান আলী, হুমায়ূন আহমেদ চৌধুরী ডালিম, এ ইসলাম মামুন, ইমরান আলী টিপু, মো. আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মো. বার ভূইয়া, আমিনুল হক চুন্নু, লোকমান হোসেন লুকু, আফতাব উদ্দীন খাঁন মোহন, হেলাল চৌধুরী, আনোয়ারুজ্জামান, সৈয়দ খসরুজ্জামান, বুরহান উদ্দিন, রানা মিয়া, সানু মিয়া, ফখরুল ইসলাম, সিপন আহমেদ, মছনুর রহমান, সফিকুর রহমান, গোলাম মোঃ চৌধুরী লক্ষণ, শাহ মামুন, রাহাত মাহবুব, সাবু প্রমুখ। অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ প্রবাসীরা ছাড়াও বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. মুজিবুর রহমান। মুনাজাতে সম্প্রতি মৃত্যুবরণকারী ফেঞ্চুগঞ্জের কুতুবপুর নিবাসী আবদুল কাদিরের মায়ের রূহের মাগফিরাতসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।
সভাপতি মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক হুসেন আহমেদ ইফতার মাহফিলে অংশগ্রহন করার জন্য সকলকে ধন্যবাদ জানান। ইফতার আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতিও কৃতজ্ঞতা জানান।

CATEGORIES
Share This