Today Is- Monday-23 Dec 2024

নিউইয়র্কের ব্রুকলিনে কিংসমেন প্রিন্টিং অ্যান্ড অ্যাকসেসরিজের গ্র্যান্ড ওপেনিং

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রুকলিনে কিংসমেন প্রিন্টিং অ্যান্ড অ্যাকসেসরিজ এলএলসি নামে বহুমুখী সেবাধর্মী প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। প্রতিষ্ঠানের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সব ধরনের সার্ভিসে ৩৫ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। এই ছাড় পুরো এপ্রিল মাসজুড়ে চলবে। গত সপ্তাহে ব্রুকলিনের ৪৯০ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। যেখানে স্বল্প খরচে ডিজাইন, প্রিন্টিং, ওয়েবসাইট ডিজাইনসহ সকল প্রকার সেবা অফলাইনের পাশাপাশি অনলাইনেও প্রদান করা হয়। সাধারণ পর্যায়ের সেবাসমূহ- ★ ম্যাগাজিন ও রেস্টুরেন্ট মেনু ডিজাইন ★ ভিজিটিং কার্ড ও ফ্লায়ারস্ ডিজাইন এবং প্রিন্টিং ★ বড় সাইজের ব্যানার-পোস্টার ডিজাইন ও প্রিন্টিং ★ টি-শার্ট, মগ ও হ্যাট প্রিন্টিং ★ সাইডওয়াক সাইন ও কনস্ট্রাকশন জোনের সাইনবোর্ড ★ ওয়েবসাইট ও লোগো ডিজাইন।

একাউন্টিং সেবাসমূহ হলো- ★ কনস্ট্রাকশন কোম্পানিদের জন্য বুককিপিং ★ নানান রকমের এলিগ্যান্ট প্রপোজাল লেটার প্রস্তুত ও অনলাইনে পাঠিয়ে দেওয়া ★ করপোরেশন ও এল.এল.সির জন্য সঠিক ইন্সুরেন্স খুজে দেওয়া ও রক্ষণাবেক্ষণ ★ ইন্সুরেন্স পলিসি রিভাইস ও নবায়ন করা ★ কমার্শিয়াল ও রেসিডেন্সিয়াল প্রপার্টির লিজ ও সাবলিজ প্রস্তুত করা ★ মোটরসাইকেল, স্কুটার এবং গাড়ির জন্য ইন্সুরেন্স করা ইস্ট ব্রুকলিনে প্রথমবারের মতো ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফটোশুট: যেকোনো প্রকার স্পেশাল ইভেন্টকে (বিয়ে, গায়ে হলুদ, বেবি সাওয়ার, আকিকা, জন্মদিন) আরও স্পেশাল করে তুলতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফটো ও ভিডিওশুটের ব্যবস্থা রাখা হয়েছে। অভিজ্ঞ ও পারদর্শী ভিডিওগ্রাফার দ্বারা ফটো ও ভিডিওশ্যুট, সিনেমাটোগ্রাফি এবং পছন্দের ছবির অ্যালবামড বুক, সবকিছু এক প্যাকেজের মাধ্যমে করা হয়। বিস্তারিত এই ওয়েবসাইটে জানা যাবে www.kingsmenprinting.com। অনলাইনে সেবা পেতে এই নম্বরে কল (347)-616-6411 অথবার ইমেইল [email protected] করলেই মুহূর্তেই সেবা পাওয়া যাবে। স্টোরের নম্বর – 347-240-5225

CATEGORIES
Share This