Today Is- Monday-23 Dec 2024

নিউইয়র্কের ব্রঙ্কসে ইফতার ডিনারে যা বললেন কংগ্রেসওম্যান ওকাসিও (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ বলেছেন, রমজানের ইফতার উপলক্ষে আপনাদের সাথে মিলিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, প্যালেস্টাইনে যা ঘটছে তা রীতিমত ক্রাইম। একচেটিয়া সাধারন মানুষ, মা, ভাই-বোন এমনকি শিশুদের নির্বিচারে হত্যা মেনে নেয়া যায় না। আমি এ ক্রাইম বন্ধের জন্য লড়াই করছি। আমি গাজায় যুদ্ধ বিরতির জন্য আমার পক্ষ থেকে সবকিছুই করব। সেই জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের দৃষ্টি আকর্ষন করতে সাধ্য মতো কাজ করব। সিজ ফায়ার করতেই হবে।
কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ ৬ এপ্রিল শনিবার নিউইয়র্কের নির্বাচিত প্রতিনিধিদের উদ্যোগে ব্রঙ্কসের পিএস ১০৬ স্কুলে মুসলিমদের সম্মানে আয়োজিত ইফতার পাটিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।


অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টেট সিনেটর ন্যাথালিয়া ফার্নান্দেজ, ব্রঙ্কস ব্যরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন, এসেমব্লিওম্যান কারিনাজ রিয়েস, পাবলিক এডভোকেট জেমিনি উইলিয়ামস, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, কমিউনিটি একটিভিস্ট আব্দুস শহীদ, শিক্ষাবিদ শেখ মামুন, আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, প্রেসিডেন্ট এওয়ার্ডপ্রাপ্ত শেফ খলিলুর রহমান, সিপিএ জাকির চৌধুরী, কমিউনিটি একটিভিস্ট বিলাল ইসলাম, এ ইসলাম মামুন, মোহাম্মদ সামাদ মিয়া জাকারিয়া, জগলুল চৌধুরী, সাবেক ডিটেকটিভ মাসুদুর রহমান, পুলিশ অফিসার বেলাল, শেখ জামাল হোসেন, মোঃ আলাউদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা প্যালেস্টাইনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি আহবান জানান।
ইফতার ডিনারের আয়োজক ছিলেন কংগ্রেস ওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ, স্টেট সিনেটর ন্যাথালিয়া ফার্নান্দেজ, ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন এবং অ্যাসেম্বলীওমেন কারিনাজ রেইস।
কমিউনিটি নের্তৃবৃন্দ জানান, ব্রঙ্কসে প্রথমবারের মতো মুসলিম কমিউনিটিদের জন্য মুলধারার নেতৃবৃন্দরা এই ইফতার পাটির আয়োজন করে।
অনুষ্ঠানে দোয়ার পর উপস্থিত সবাই ইফতার গ্রহন করেন। ব্রঙ্কসে বসবাসকারী বিভিন্ন কমিউনিটির ধর্মপ্রাণ মুসলিমরা অংশগ্রহন করেন ইফতার ডিনারে।

CATEGORIES
Share This