Today Is- Monday-31 Mar 2025

নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন’র ইফতার মাহফিল ও ক্বেরাত প্রতিযোগিতা (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন -বাকার বার্ষিক ইফতার মাহফিল ও ক্বেরাত প্রতিযোগিতা ৮ই মার্চ নিউইয়র্কে ব্রঙ্কসের পিএস ১০৬ এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে । সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল ও সহ সাধারণ সম্পাদক এমডি আলাউদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ক্বেরাত প্রতিযোগিতায় বি গ্রুপ থেকে প্রথম স্থান অধিকারী আব্দুর রহমান সালেহ। প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামসের উপস্থিত থাকার কথা থাকলেও জরুরী কারণে তিনি উপস্থিত না হতে পারায় মেয়রের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেয়র অফিসের মুসলিম সিনিয়র এডভাইজার মোহাম্মদ আমীন,চীফ অফ স্টাফ মীর বাশার, মুসলিম লিয়াজো অফিসার মোহাম্মদ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, এ্যালেগ্রা সিডিপ্যাপ ও বাংলা হোম কেয়ারের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা ড. আবু জাফর মাহমুদ।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনুর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এই আয়োজনে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও আয়োজন কমিটির আহবায়ক আহবাব চৌধুরী খোকন। আরও বক্তব্য রাখেন শেখ আল মামুন, মাসুদ রহমান, মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া, জাকির চৌধুরী সিপিএ, সামাদ মিয়া জাকের, তরিকুল ইসলাম মিঠু, মাওলানা আজির উদ্দিন, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি কবি মাকসুদা আহমেদ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, স্কুল ও সমাজ সেবা সম্পাদক সালমা সুমি। সংগঠনের পক্ষে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি লোকমান হোসেন লুকু,সহ সভাপতি ফয়সল আহমেদ, সহ সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন,অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, প্রচার ও গণ সংযোগ সম্পাদক লিয়াকত আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান জামান রানা, ক্রীড়া ও বিনোদন সম্পাদক শাহ ইকবাল রাজু, কার্যকরী সদস্য কবি রেহানুজ্জামান রেহান, জে মোল্লা সানী এবং চৌধুরী মোমিত তানিম।
কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, জুনেদ আহমেদ চৌধুরী, মোহাম্মদ এন মজুমদার, সার্জেন্ট এরশাদ সিদ্দিকী, মাহবুবুল আলম, ফরিদা ইয়াসমিন, রিয়াজ কামরান,মখন মিয়া, সেবুল খান মাহবুব, জামিল আনসারী, হাসান আলী, কাজী হাসান, শাহ সেলিম, কবি মাসুম আহমেদ, আনোয়ার জাহিদ, সুলতান মাহমুদ ,বাকী খন্দোকার, মকন মিয়া, মুতাসিম বিল্লাল তুষার, মিজানুর রহমান, জোহায়েব চৌধুরী, আজম চৌধুরী, আনোয়ার জাহিদ, রোকন আহমেদ, রাশেদুল হক প্রমুখ।
অনুষ্ঠানের প্রথম পর্বে ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ী সহ অংশগ্রহণকারী সবার মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেয়া হয়। ইফতারের পূর্বে বায়তুল আমান মসজিদের পেশ ইমাম মাওলানা আজির উদ্দিন বিশেষ দোয়া পরিচালনা করেন।

CATEGORIES
Share This

COMMENTS