Today Is- Wednesday-12 Mar 2025

নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষার ফলাফলে মামুন’স টিউটোরিয়ালের সাফল্য (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষার ফলাফলে ধারাবাহিক সাফল্যে এবারও এগিয়ে মামুন’স টিউরোরিয়াল। অসামান্য সাফল্য অর্জন করেছে কমিউনিটির অন্যতম এ টিউটোরিয়ালের শিক্ষার্থীরা। টিউটোরিয়ালটির অনেক শিক্ষার্থী স্টাইভিসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির সেরা হাইস্কুলগুলোতে ভর্তির সুযোগ পেয়েছে। মামুন’স টিউটোরিয়ালে পড়–য়া ৭৫ ভাগ ছাত্র-ছাত্রী এ বছর স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
গত সপ্তাহে পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর স্পেশালাইজড স্কুলে সন্তানের ভর্তির সুযোগ পাওয়া বাবা-মায়েরা আন্তরিক ধন্যবাদ জানান মামুন’স টিউটোরিয়ালের কর্নধার শেখ আল মামুনকে। স্পেশালাইজড হাইস্কুল চান্স পাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা কৃতজ্ঞতা জানাতে গত ৮ মার্চ ব্রঙ্কস এবং ৯ মার্চ জ্যাকসন হাইটস শাখায় আসেন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় কর্নধার শেখ আল মামুন উষ্ণ অভিনন্দন জানান শিক্ষার্থী-অভিভাবকদের। ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন শিক্ষার্থীদের।
আবেগআপ্লুত বাবা-মা তাদের সন্তানদের সাফল্য নিয়ে অনুভূতি জানান। সন্তানরাও শোনান তাদের সাফল্যের পেছনে বাবা-মা এবং মামুন’স টিউটোরিয়ালের অবদানের কথা। শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে শেখ আল-মামুন একজন সৃজনশীল মানুষ।
এসময় শেখ আল মামুন বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় বরাবরের মত এবারও আমাদের অসংখ্য শিক্ষার্থী স্টাইভিসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির নামকরা হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। মামুন’স টিউটোরিয়ালে যারা পড়েছে তাদের মধ্যে ৭৫ ভাগ ছাত্র-ছাত্রী এ বছর স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। শিক্ষক শেখ আল মামুন বলেন, বাবা-মা এবং ওদের মুখে যখন স্বপ্ন পূরণের গল্প শুনি তখন গর্বে, আনন্দে বুকটা ভরে যায়। তিনি বলেন, এ কৃতিত্ব ছাত্র এবং তাদের অভিভাবকদের। আমরা শুধু দিক নির্দেশনা দিয়ে যাই। চেষ্টা করি একজন শিক্ষার্থীর সর্বোচ্চ মেধা বিকাশের।
এ সাফল্যের নেপথ্য নায়ক প্রফেসার শেখ আল মামুন তার দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতাকে কাজে লাগাতে মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত সহকর্মীদের সাথে নিয়ে নিজেই শিক্ষাদানে অংশ নিচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী স্পেশালাইজড হাইস্কুলগুলোর প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করে। প্রায় ৫ হাজার আসনের প্রতিটির জন্য লড়াই করতে হয় গড়ে ৩০-৪০ জন মেধাবীকে। এ প্রতিযোগিতায় বাঙালী শিক্ষার্থীদের সাফল্যের হার ঈর্ষনীয়। বাংলাদেশি প্রজন্মের এ সাফল্যগাথার নেপথ্যে কাজ করে যাচ্ছে মামুন’স টিউটোরিয়ালসহ বাংলাদেশি মালিকানাধীন বেশক’টি টিউটোরিং সেন্টার।

CATEGORIES
Share This