Today Is- Thursday-23 Jan 2025

ফিলাডেলফিয়ায় মূলধারার বাংলাদেশী নেতৃবৃন্দের সাথে আমেরিকান রাজনীতিবিদদের ঈদ আড্ডা, এলাকার বিভিন্ন বিষয়াদির উপর আলোচনা

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : ফিলাডেলফিয়ায় মূলধারার বাংলাদেশী নেতৃবৃন্দের সাথে আমেরিকান রাজনীতিবিদদের ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়। পেনসিলভেনিয়া রাজ্যর ফিলাডেলফিয়ার সমাজ সংগঠক ও সবার প্রিয় জনাব মোহাম্মদ এনাম চৌধুরীর বাড়িতে ঈদের তৃতীয় দিনে শনিবার ১৪ই এপ্রিল প্রতি বছরের মত এই বছরও ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়। উক্ত ঈদ আড্ডায় উপস্থিত ছিলেন আমেরিকার মূলধারার রাজনীতির সাথে যুক্ত বাংলাদেশী এবং আমেরিকান রাজনীতিবিদ সহ বৃহত্তর ফিলাডেলফিয়ায় বসবাসরত বিশিষ্ট ব্যক্তিবর্গসহ অনেকেই। উপস্হিত সকলেই তাদের নিজ নিজ পরিচয়, ঈদের ভাব/অনুভূতি প্রকাশসহ ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


আড্ডায় নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে উপস্হিত ছিলেন ফিলাডেলফিয়ার কাউন্সিল এট লার্জ ডঃ নিনা আহমেদ, পিএ গভর্নরের নীতি ও পরিকল্পনা পরিচালক আকবর হোসেন, ফিলাডেলফিয়া শহরের শেরিফ রোচেল বিলাল, স্টেইট সিনেটর শরীফ ষ্টিট, ফিলাডেলফিয়া সিটি কমিশনার চেয়ারম্যান ওমর সাবির, স্টেইট রিপ্রেজেনটেটিভ জ্যারেড সলোমন, স্টেইট রিপ্রেজেনটেটিভ রিক ক্রাজেউস্কি, প্রাক্তন স্টেইট রিপ্রেজেনটেটিভ মুভিটা জনসন হ্যারেল, আপার ডার্বি টাউনশিপের প্রাক্তন কাউন্সিলম্যান শেখ সিদ্দিক, মেলবোর্ন বরোর কাউন্সিলম্যান মনসুর আলী মিঠু, কংগ্রেস ম্যান ডুইয়্যাট ইবানের রাজনৈতিক পরিচালক মাইকেল ডিনিন, এপিপিএ এর নির্বাহী পরিচালক মোহন শেশাদ্রি, পিএ গভর্নর উপদেষ্টা কমিশনের সাবেক নির্বাহী পরিচালক, স্ট্যাফানি সান, ফিলাডেলফিয়ার মানবসম্পদ কমিশনের উপ-পরিচালক, রেন্ডি ডুক, আপারডাবী টাওনসীফ স্কুল বোর্ড ডাইরেকটর মোহাম্মদ আরিফ হোসেন মিথুন, কমিটি পারসন মোহাম্মদ হারেস, কমিটি পারসন আবুল হাসান রাশেদ।
এছাড়া আমাদের কমিউনিটির বিভিন্ন সংগঠনের বিশিষ্ট নেতাদের মধ্যে ডঃ ইবরুল চৌধুরী, জিয়াউর রহমান, রুহুল আমিন ভূইয়া, জাহেদ চৌধুরী, ইসমাইল ভূইয়া, মইন উদ্দিন, সোলাইমান ইবনে মুজিব, নাজমুল হাসান বাবু,মোহাম্মদ ওমর ফারুক, কামরুল হাসান, আশরাফুল ইসলাম আরিফ সহ এই আড্ডায় বাংলাদেশী কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
বৃহওর ফিলাডেলফিয়ার আইন শৃংঙ্খলা পরিস্থিতির অবনতি বিষয়সহ ট্যাক্সি ইন্ডাঃ বিভিন্ন সমস্যা এবং এলাকার বিভিন্ন বিষয়াদি উপর বিষদ আলোচনা করা সহ কি ভাবে সমস্যাগুলোর সমাধানের উপায় সম্বন্ধে অনেকেই তাদের ব্যক্তিগত মতামত ব্যক্ত করেন। উক্ত আড্ডায় আমাদের যুবসমাজের ভবিষ্যৎ সম্ভাবনাময় নেতাদের উপস্থিতি ছিল বেশ প্রশংসনীয়। আড্ডা শেষে সবাই কমিটি পার্সন সাদিয়া চৌধুরীকে রকমারী ও সুস্বাদু খাবার পরিবেশনের জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

CATEGORIES
Share This