Today Is- Sunday-27 Oct 2024

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনোনীত হলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : কণ্ঠশিল্পী বেবী নাজনীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনোনীত হয়েছেন। আজ শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত বেবী নাজনীন এতদিন দলের সহ-আন্তর্জাতিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। বেবী নাজনীনসহ মোট ১০ নেতাকে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা করেছে বিএনপি।


বেবী নাজনীন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন।
বেবী নাজনীন গত সাড়ে চার দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন। আধুনিক সংগীতে শতাধিক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী বেবী নাজনীন তার সংগীতজীবনের শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং দেশ-বিদেশের মঞ্চ মাতিয়েছেন সমানতালে।
বেবী নাজনীনের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে- ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘ওই রংধনু থেকে’, ‘পত্রমিতা’, ‘আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে’, ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে’, ‘আজ পাশা খেলবো রে শ্যাম’, ‘প্রিয়তমা’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’, ‘ও বন্ধু তুমি কই কই রে.. এ প্রাণো বুঝি যায় রে’ প্রভৃতি।
বেবী নাজনীন একাধিক বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। শুধু কণ্ঠশিল্পীই নন, তিনি একজন গীতিকবিও। নিজের গাওয়া অনেক গান নিজেই লিখেছেন। গান লেখা ছাড়া কবিতাও লেখেন বেবী নাজনীন। এ পর্যন্ত তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার।

CATEGORIES
Share This