Today Is- Monday-29 Apr 2024

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক উইন রোজারিওর নিহতের ঘটনায় বাংলাদেশের সোসাইটির প্রতিবাদ, সমাবেশ ও মানববন্ধন করার সিদ্ধান্ত

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক উইন রোজারিওর নিহতের ঘটনায় বাংলাদেশ সোসাইটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। নিউইয়র্ক সময় গত ২৭ মার্চ ১:৪০ মিনিটের দিকে ওজোনপার্ক ১০৩ স্ট্রিট, ১০১ এভিনিউ’র নিজ বাসায় মা আর ছোট ভাইয়ের সামনেই নিউইয়র্ক পুলিশের গুলিতে প্রাণ হারায় মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি তরুণ উইন রোজারিও। তার বয়স ছিল মাত্র ১৯ বছর। তার মৃত্যুতে ক্ষুব্ধ গোটা কম্যুনিটি। বাংলাদেশ সোসাইটি এই ঘটনারে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং একই সাথে ঘটনার সুষ্ঠ সুষ্ঠু তদন্ত দাবি করেছে।
ঘটনার খবর শোনার সাথে সাথে সোসাইটির কর্মকর্তারা নিহতের পরিবারের সাথে যোগাযোগ করেন এবং বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এদিকে কমিউনিটির অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে বাংলাদেশ সোসাইটি এই ঘটনার প্রতিবাদে একটি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছে।

CATEGORIES
Share This